Return of false teeth : ১১ বছর আগে হারিয়ে যাওয়া বাঁধানো দাঁতের পাটি স্পেন থেকে ফিরল ইংল্যান্ডে তার মালিকের কাছে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Return of false teeth : ২০১১ সালে স্প্যানিশ রিসর্টে ছুটি কাটাতে গিয়ে বমি করার সময় তাঁর মুখ থেকে ওই দাঁতের পাটি খুলে পড়ে যায়৷
জীবনে এরকম বিস্মিত হননি ব্রিটেনের নাগরিক পল বিশপ৷ গত ৯ ফেব্রুয়ারি তিনি স্পেন থেকে একটি পার্সেল পেয়েছেন৷ সেখানে রাখা ছিল অন্য কিছু নয়, পলেরই বাঁধানো দাঁতের পাটি! ২০১১ সালে স্প্যানিশ রিসর্টে ছুটি কাটাতে গিয়ে বমি করার সময় তাঁর মুখ থেকে ওই দাঁতের পাটি খুলে পড়ে যায়৷ এক দশকেরও বেশি সময় পর রিসর্ট লাগোয়া জমি সেটি খুঁজে পেয়ে পার্সেলবন্দি করে তাঁকে পাঠিয়েছে!( Denture gets back from Spain to its owner at England after 11 years)
গ্রেটার ম্যাঞ্চেস্টারের বাসিন্দা পল বিশপ ২০১১ সালে গিয়েছিলেন স্পেনের বেনিড্রোনে৷ তাঁর এক বন্ধুর ৫০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে৷ সারা দিন ধরে চলে প্রচুর খানাপিনা৷ তার জেরেই বমি৷ রিসর্টে বার-এ রাখা ছিল বিশাল বটল বিন৷ অর্থাৎ পানীয়ের খালি বোতল সেখানে ফেলা হত৷ তার মধ্যেই বমি করেছিলেন পল৷ হারানো দাঁতের সন্ধানে ঘৃণা উপেক্ষা করে তিনি তন্ন তন্ন করে খুঁজেছিলেন সেই বিন৷ কিন্তু বিফল হন৷ পরের দিন সকালে ধাতস্থ হয়ে ফের খুঁজেছিলেন৷ কিন্তু দাঁতের পাটি আর ফিরে পাননি৷
advertisement
আরও পড়ুন : ৭০ দিনে সফর ১৮ দেশে! দিল্লি থেকে এ বার বাসেই চলুন লন্ডন
সে যাত্রা অবশ্য ফোকলা মুখেই স্প্যানিশ ছুটি কাটাতে হয়েছিল পল-কে৷ বলেছেন, ‘‘আমি এলভিস স্যুট সঙ্গে নিয়েছিলাম৷ বন্ধুদের কথা দিয়েছিলাম গান করব, তাই কোনও উপায় না পেয়ে ফোকলা মুখেই গান করেছিলাম৷’’ সে বার ছুটি কাটিয়ে বাড়িতে ফেরার পর ৮১৫ ডলার বা ভারতীয় মুদ্রায় ৬২ হাজার টাকা খরচ করে নতুন দাঁতের পাটি তৈরি করান৷
advertisement
advertisement
আরও পড়ুন : ডাল খাওয়ার সময় এই নিয়মগুলি না মানলেই সর্বনাশ! এখনই জানুন
এ বার তাঁর কাছে ফিরে এল পুরনো দাঁতের পাটিও৷ দাঁতের সঙ্গে স্পেনের রিসর্ট থেকে পল-কে পাঠানো হয়েছে একটি চিঠিও৷ সেখানে তাঁকে জানানো হয়েছে ওই দাঁত খুঁজে পাওয়ার পর বেশ কয়েক বছর গুদামে রাখা ছিল৷ এর পর ল্যাব টেকনিশিয়ান ডিএনএ পরীক্ষা করেই নিশ্চিত হন দাঁতের মালিক সম্পর্কে৷ তার পরই সুদূর স্পেন থেকে ইংল্যান্ড যাত্রা করে নকল দাঁতের পাটি৷
Location :
First Published :
February 11, 2022 10:21 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Return of false teeth : ১১ বছর আগে হারিয়ে যাওয়া বাঁধানো দাঁতের পাটি স্পেন থেকে ফিরল ইংল্যান্ডে তার মালিকের কাছে