Delhi-London bus service : ৭০ দিনে সফর ১৮ দেশে! দিল্লি থেকে এ বার বাসেই চলুন লন্ডন

Last Updated:

এক বার যাত্রাপথ চূ়ড়ান্ত হয়ে গেলে দীর্ঘতম যাত্রাপথ পাড়ি দেওয়া হবে ৭০ দিনে৷ প্রায় ২০ হাজার কিলোমিটার বিস্তৃত পথে পড়বে ১৮ টি দেশ৷(Delhi-London bus service)

নয়াদিল্লি : ভ্রমণপিপাসুদের জন্য আক্ষরিক অর্থেই ‘লম্বা সফর’৷ তাঁদের জন্য সুখবর নিয়ে এসেছে অ্যাডভেঞ্চারস ওভারল্যান্ড সংস্থা৷ সংস্থা জানিয়েছে তাদের দিল্লি-লন্ডন বাসযাত্রা আবার শুরু হবে৷ ভারত-মায়ানমার সীমান্ত শান্ত থাকলেই এই পরিষেবা অক্ষুণ্ণ থাকবে বলে মনে করছে সংস্থা৷ চলতি বছরের সেপ্টেম্বর থেকে এই যাত্রা পরিষেবা ফের শুরু হওয়ার সম্ভাবনা আছে৷ এক বার যাত্রাপথ চূ়ড়ান্ত হয়ে গেলে দীর্ঘতম যাত্রাপথ পাড়ি দেওয়া হবে ৭০ দিনে৷ প্রায় ২০ হাজার কিলোমিটার বিস্তৃত পথে পড়বে ১৮ টি দেশ৷(Delhi-London bus service)
সফরের জন্য মাথাপিছু খরচ হবে ১৫ লক্ষ টাকা৷ এই খরচের মধ্যে ধরা থাকবে টিকিট, ভিসা, বিভিন্ন দেশে থাকার খরচ-সহ আনুষঙ্গিক নানা ব্যয়৷ যদি এই পরিষেবা আবার শুরু হয়, তাহলে গত ৪৬ বছরে দিল্লি-লন্ডন বাসযাত্রা এই নিয়ে দ্বিতীয় বার হবে৷ এরকমই এক যাত্রা ১৯৫৭ সালে শুরু করেছিল ব্রিটিশ সংস্থা৷ সেটা ছিল কলকাতা থেকে লন্ডন ভায়া দিল্লি৷
advertisement
আরও পড়ুন : হাঁ করে বিশাল কুমির তাড়া করেছে পিছনে, মৃত্যুর মুখোমুখি স্টিভ আরউইনে ১৮ বছর বয়সি ছেলে রবার্ট
তবে কয়েক বছর চলার পরই দু্র্ঘটনার কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়৷ এর পর ‘অ্যালবার্ট টুরস’ নামে একটি সংস্থা ডাবল ডেকার বাস পরিষেবা শুরু করে সিডনি থেকে লন্ডন ভায়া ভারতের কোনও শহর৷ ১৯৭৬ অবধি এই পরিষেবা পাওয়া গিয়েছিল৷ তার পর ইরানের অন্তর্দ্বন্দ্ব এবং ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি হওয়ায় সেই পরিষেবাও বন্ধ হয়ে যায়৷ যে সব যাত্রাপথের জন্য বিগত পরিষেবাগুলি বন্ধ হয়ে যায়, সেগুলি বর্জন করা হবে এ বারের পরিষেবায়৷ এ বার শুরু হলে বাস যাবে কিরঘিজস্তান, চিন, থাইল্যান্ড, মায়ানমার হয়ে ফ্রান্স৷ বাসের পাশাপাশি থাকবে বিলাসতরী৷ ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য৷
advertisement
advertisement
আরও পড়ুন :  এই নকল কলাগাছই কি ভবিষ্যতে বিশ্বে দুর্ভিক্ষ আটকাবে?
ফ্রান্সের কালেই থেকে ইংল্যান্ডের ডোভার অবধি বাসটিকে নিয়ে যাওয়া হবে ফেরি সার্ভিসে৷ তার জন্য সময় লাগবে প্রায় ২ ঘণ্টা৷ তার পর বাস আবার লন্ডন থেকে চলতে শুরু করবে৷ বাসে মোট ২০ টি আসন থাকবে৷ প্রত্যেক যাত্রীর জন্য থাকবে আলাদা কেবিন৷ সেখানে খাওয়া, ঘুম-সহ সব রকম সুযোগ সুবিধে থাকবে৷ ভিসা, পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র নিয়েই আপনি যাতায়াত করতে পারবেন এই বাসে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi-London bus service : ৭০ দিনে সফর ১৮ দেশে! দিল্লি থেকে এ বার বাসেই চলুন লন্ডন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement