Delhi-London bus service : ৭০ দিনে সফর ১৮ দেশে! দিল্লি থেকে এ বার বাসেই চলুন লন্ডন

Last Updated:

এক বার যাত্রাপথ চূ়ড়ান্ত হয়ে গেলে দীর্ঘতম যাত্রাপথ পাড়ি দেওয়া হবে ৭০ দিনে৷ প্রায় ২০ হাজার কিলোমিটার বিস্তৃত পথে পড়বে ১৮ টি দেশ৷(Delhi-London bus service)

নয়াদিল্লি : ভ্রমণপিপাসুদের জন্য আক্ষরিক অর্থেই ‘লম্বা সফর’৷ তাঁদের জন্য সুখবর নিয়ে এসেছে অ্যাডভেঞ্চারস ওভারল্যান্ড সংস্থা৷ সংস্থা জানিয়েছে তাদের দিল্লি-লন্ডন বাসযাত্রা আবার শুরু হবে৷ ভারত-মায়ানমার সীমান্ত শান্ত থাকলেই এই পরিষেবা অক্ষুণ্ণ থাকবে বলে মনে করছে সংস্থা৷ চলতি বছরের সেপ্টেম্বর থেকে এই যাত্রা পরিষেবা ফের শুরু হওয়ার সম্ভাবনা আছে৷ এক বার যাত্রাপথ চূ়ড়ান্ত হয়ে গেলে দীর্ঘতম যাত্রাপথ পাড়ি দেওয়া হবে ৭০ দিনে৷ প্রায় ২০ হাজার কিলোমিটার বিস্তৃত পথে পড়বে ১৮ টি দেশ৷(Delhi-London bus service)
সফরের জন্য মাথাপিছু খরচ হবে ১৫ লক্ষ টাকা৷ এই খরচের মধ্যে ধরা থাকবে টিকিট, ভিসা, বিভিন্ন দেশে থাকার খরচ-সহ আনুষঙ্গিক নানা ব্যয়৷ যদি এই পরিষেবা আবার শুরু হয়, তাহলে গত ৪৬ বছরে দিল্লি-লন্ডন বাসযাত্রা এই নিয়ে দ্বিতীয় বার হবে৷ এরকমই এক যাত্রা ১৯৫৭ সালে শুরু করেছিল ব্রিটিশ সংস্থা৷ সেটা ছিল কলকাতা থেকে লন্ডন ভায়া দিল্লি৷
advertisement
আরও পড়ুন : হাঁ করে বিশাল কুমির তাড়া করেছে পিছনে, মৃত্যুর মুখোমুখি স্টিভ আরউইনে ১৮ বছর বয়সি ছেলে রবার্ট
তবে কয়েক বছর চলার পরই দু্র্ঘটনার কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়৷ এর পর ‘অ্যালবার্ট টুরস’ নামে একটি সংস্থা ডাবল ডেকার বাস পরিষেবা শুরু করে সিডনি থেকে লন্ডন ভায়া ভারতের কোনও শহর৷ ১৯৭৬ অবধি এই পরিষেবা পাওয়া গিয়েছিল৷ তার পর ইরানের অন্তর্দ্বন্দ্ব এবং ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি হওয়ায় সেই পরিষেবাও বন্ধ হয়ে যায়৷ যে সব যাত্রাপথের জন্য বিগত পরিষেবাগুলি বন্ধ হয়ে যায়, সেগুলি বর্জন করা হবে এ বারের পরিষেবায়৷ এ বার শুরু হলে বাস যাবে কিরঘিজস্তান, চিন, থাইল্যান্ড, মায়ানমার হয়ে ফ্রান্স৷ বাসের পাশাপাশি থাকবে বিলাসতরী৷ ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য৷
advertisement
advertisement
আরও পড়ুন :  এই নকল কলাগাছই কি ভবিষ্যতে বিশ্বে দুর্ভিক্ষ আটকাবে?
ফ্রান্সের কালেই থেকে ইংল্যান্ডের ডোভার অবধি বাসটিকে নিয়ে যাওয়া হবে ফেরি সার্ভিসে৷ তার জন্য সময় লাগবে প্রায় ২ ঘণ্টা৷ তার পর বাস আবার লন্ডন থেকে চলতে শুরু করবে৷ বাসে মোট ২০ টি আসন থাকবে৷ প্রত্যেক যাত্রীর জন্য থাকবে আলাদা কেবিন৷ সেখানে খাওয়া, ঘুম-সহ সব রকম সুযোগ সুবিধে থাকবে৷ ভিসা, পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র নিয়েই আপনি যাতায়াত করতে পারবেন এই বাসে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi-London bus service : ৭০ দিনে সফর ১৮ দেশে! দিল্লি থেকে এ বার বাসেই চলুন লন্ডন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement