Robert Irwin and Crocodile : হাঁ করে বিশাল কুমির তাড়া করেছে পিছনে, মৃত্যুর মুখোমুখি স্টিভ আরউইনে ১৮ বছর বয়সি ছেলে রবার্ট

Last Updated:

Robert Irwin and Crocodile : প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন রবার্ট৷ শেষ পর্যন্ত সাহায্য চান তাঁর দলের অন্যান্য কর্মীদেরও৷

বাবার রেখে যাওয়া ব্যাটন যোগ্য হাতেই ধরেছেন রবার্ট আরউইন (Robert Irwin)৷ বাবার মতো দুঃসাহস রন্ধ্রে রন্ধ্রে মজ্জাগত হয়ে রয়েছে স্টিভ আরউইনের ছেলেরও৷ কিন্তু অকুতোভয় এই তরুণকেও সম্প্রতি মুখোমুখি হতে হয়েছিল জীবন-মৃত্যুর সমস্যার৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের চিড়িয়াখানায় তিনি সম্প্রতি কুমিরের আচরণের উপর গবেষণা ও পর্যবেক্ষণ করছিলেন৷ সে সময় বিশালাকায় এক কুমির তাড়া করেছিল তাঁকে৷ প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন রবার্ট৷ শেষ পর্যন্ত সাহায্য চান তাঁর দলের অন্যান্য কর্মীদেরও৷
যে কুমির তাকে তাড়া করেছিল তার নাম ক্যাসপার৷ তার নিজের নতুন এনক্লোজারে রোদ পোহাচ্ছিল ক্যাসপার৷ সে সময় রবার্ট গিয়েছিলেন ক্যাসপার কেমন আছে, সে বিষয়ে দেখভাল করতে৷ ক্যাসপারকে খাবার দিতে গিয়েছিলেন রবার্ট৷
কিন্তু তার খাবার দেওয়ার ধরন হয়তো পছন্দ হয়নি ক্যাসপারের৷ তাকে কী খাবার দেওয়া হয়েছে সেদিকে না তাকিয়ে রবার্টের পিছনে হাঁ মুখ করে তাড়া করে করালকুম্ভীর! সেই ঘটনার ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রবার্ট৷ রক্ত জল করা সেই ক্লিপিং এখন ঘুরছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : কুম্ভীর বিভ্রাট! ৬ বছর ধরে গলায় আটকে থাকা টায়ার নিয়ে নদীযাপন, অবশেষে টায়ারমুক্তি কুমিরের
রবার্ট লিখেছেন, ‘‘আমাদের কুমিরের প্রাকৃতিক ও স্বাভাবিক আচরণ যেন বজায় থাকে, সেদিকে নজর রাখি আমরা৷ নিজেদের শিকারসত্তা বাঁচিয়ে রাখতে ভালবাসে সরীসৃপরাও৷ তাছাড়া আমরা কুমিরের সংরক্ষণ নিয়েও সকলকে শেখাতে পারি৷ কিন্তু আমাদের জন্য নিরাপত্তাও গুরুত্বপূর্ণ এবং আপনাকেও জানতে হবে কখন আপনার সাহায্য প্রয়োজন৷ ক্যাসপারের মতো শক্তিশালী ও দ্রুত কুমিরের সামনে তো সবাই অসহায়৷ সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই৷’’
advertisement
আরও পড়ুন : এই নকল কলাগাছই কি ভবিষ্যতে বিশ্বে দুর্ভিক্ষ আটকাবে?
অস্ট্রেলিয়ান জু-এর তরফে জানানো হয়েছে, বন্য পরিবেশে বড় হওয়া ক্যাসপার খুব কম বয়স থেকেই শিকার করতে অভ্যস্ত৷ পশুশালার ইতিহাসে ক্যাসপার অন্যতম আগ্রাসী ও ভয়ঙ্কর কুমির৷ রবার্টের বাবা প্রখ্যাত পশুপ্রেমী স্টিভ আরউইনও ছিলেন অত্যন্ত জনপ্রিয়৷ ২০০৬ সালে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ-এ তথ্যচিত্র শ্যুট করার সময় স্টিভ প্রাণ হারান স্টিং রে-এর আক্রমণে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Robert Irwin and Crocodile : হাঁ করে বিশাল কুমির তাড়া করেছে পিছনে, মৃত্যুর মুখোমুখি স্টিভ আরউইনে ১৮ বছর বয়সি ছেলে রবার্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement