মানুষ না ভল্লুক? মুখে ভর্তি বড় বড় লোম...! 'বিশ্ব রেকর্ড' গড়লেন দেশের এই তরুণ! জানেন, কোন 'বিরল' রোগ এটা?
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর) ওয়েবসাইট অনুযায়ী, ললিত পাতিদার নামে ওই তরুণের মুখের প্রতি বর্গ সেন্টিমিটারে রয়েছে ২০১.৭২টি বড় বড় লোম বা চুল। তাঁর মুখের ৯৫ শতাংশেরও বেশি অংশ বড় লোমে ঢাকা।
বিশ্বে সবথেকে লোমশ মুখের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল মধ্যপ্রদেশের নন্দলেতা গ্রামের বছর আঠারোর এক তরুণের। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর) ওয়েবসাইট অনুযায়ী, ললিত পাতিদার নামে ওই তরুণের মুখের প্রতি বর্গ সেন্টিমিটারে রয়েছে ২০১.৭২টি বড় বড় লোম বা চুল। তাঁর মুখের ৯৫ শতাংশেরও বেশি অংশ বড় লোমে ঢাকা।
advertisement
আসলে তাঁর এই অবস্থার কারণ হল একটি বিরল রোগ। যা হাইপারট্রিকোসিস নামে পরিচিত। শুধু তা-ই নয়, এই বিরল রোগটিকে ‘Werewolf Syndrome’ বলেও ডাকা হয়। এই অবস্থার কারণে শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত বড় বড় লোম গজাতে থাকে। জিডব্লিউআর ওয়েবসাইটে বলা হয়েছে যে, সারা বিশ্বে শুধুমাত্র হাইপারট্রিকোসিসের ৫০টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে।
advertisement
advertisement
শিশুকাল থেকেই ললিত নিজের এই অবস্থা সম্পর্কে অবগত। নিউ ইয়র্ক পোস্ট-এর সঙ্গে আগের একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, প্রথম দিকে অবশ্য তাঁর বিষয়ে তাঁর বাবা-মা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। ললিতের কথায়, আমার মা-বাবা দাবি করেছিলেন যে, জন্মের সময় ডাক্তারবাবু না কি আমায় লোম পরিষ্কার করে দিয়েছিলেন। কিন্তু আমি নিজের ৬-৭ বছর বয়স হওয়া পর্যন্ত কোনও ফারাক বুঝতে পারিনি। আসলে সেই সময় আমার দেহের বিভিন্ন অংশ থেকে বড় বড় লোম বেরোতে শুরু করে। যেটা অন্যদের মতো ছিল না।
advertisement
বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ললিত একাধিক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিলেন নিজের চেহারার কারণে। অপরিচিত মানুষেরা তাঁর দিকে চেয়ে থাকতেন। এমনকী তাঁর সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্যও করা হত। জিডব্লিউআর-এর কাছে তিনি বলেন যে, “ওঁরা আমায় ভয় পেতেন। কিন্তু তাঁরা যখন আমায় জানতে শুরু করেন এবং কথা বলতে শুরু করেন, তখন তাঁরা আমায় বুঝতে পারতেন। তাঁরা এটাও বুঝতেন যে, আমি তাঁদের থেকে আলাদা নই। বাহ্যিক চেহারাতেই আমি তাঁদের থেকে আলাদা, কিন্তু ভিতর থেকে আমি একেবারেই আলাদা নই।”
advertisement
সময়ের সঙ্গে সঙ্গে নিজের এই অনন্যতাকে আলিঙ্গন করে নিয়েছিলেন ললিত। বর্তমানে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে ভিউয়ারদের সঙ্গে নিজের দৈনন্দিন জীবন ভাগ করে নেন তিনি। সম্প্রতি ইতালির মিলানে বেড়াতে গিয়েছিলেন ললিত। একটি টেলিভিশন শোয়েও যোগ দিয়েছিলেন। তাঁর মুখের বড় বড় লোম মেপে নিশ্চিত করা হয় যে, তিনিই রেকর্ডের যোগ্য। একজন ট্রিকোলজিস্ট তাঁর মুখের লোমের ঘনত্ব পরিমাপ করেছেন। সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার খবর জেনেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ললিত।
advertisement
তাঁর বক্তব্য, “আমি বাকরুদ্ধ। কী বলব বুঝতে পারছি না, কারণ এই স্বীকৃতি পেয়ে আমি খুব খুশি।” তিনি আরও বলেন যে, “মানুষকে এই বিষয়ে বেশি কিছু বলার নেই। আমি তাঁদের বলি যে, আমি যেমন, তেমনই ভাল। আমি আমার চেহারা বদলাতে চাই না।”
advertisement
নয়ি দুনিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ললিত নিজের মা-বাবা এবং চার বোনের সঙ্গে থাকেন। পরিবারের একমাত্র পুত্র তিনি। চিকিৎসকরা বলেছেন যে, ললিতের ২১ বছর বয়স হয়ে যাওয়ার পর চিকিৎসা অথবা অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 9:22 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মানুষ না ভল্লুক? মুখে ভর্তি বড় বড় লোম...! 'বিশ্ব রেকর্ড' গড়লেন দেশের এই তরুণ! জানেন, কোন 'বিরল' রোগ এটা?