Lunar Eclipse July 2021: ৫৮০ বছরে ঘটে একবার; ১৯ নভেম্বর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সময় কী সতর্কতা মেনে চলবেন?

Last Updated:

Lunar Eclipse July 2021: এটি হবে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ যা প্রায় ৫৮০ বছরের মধ্যে সাধারণত একবার ঘটে ৷

Representative Image
Representative Image
#কলকাতা: এই বছরের ২৬ মে শেষ চন্দ্রগ্রহণের পর আবারও ১৯ নভেম্বর বিশ্ববাসী মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে ৷ তা ছাড়াও এটি হবে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ যা প্রায় ৫৮০ বছরের মধ্যে সাধারণত একবার ঘটে ৷
কখন এবং কী ভাবে চন্দ্রগ্রহণ হয়
সাধারণত চাঁদ যখন পৃথিবীর ছায়ায় চলে আসে তখনই চন্দ্রগ্রহণের মতো ঘটনা ঘটে। গ্রহণের সময় চাঁদের রঙ লাল রঙ দেখায়, কারণ সূর্যের আলোর লাল রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং আলোর কক্ষপথ হতে বিচ্যুত হয়ে চাঁদের ওপর গিয়ে পড়ে।
advertisement
advertisement
Lunar Eclipse 2021: কখন এবং কোথায় দৃশ্যমান হবে?
ভারতে আংশিক চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর দুপুর ১২টা বেজে ৪৮ মিনিট থেকে শুরু হবে এবং বিকেল ৪টা বেজে ১৭ মিনিট পর্যন্ত দৃশ্যমান হবে। ভারতে দৃশ্যমান হবে ২টো বেজে ৩৪ মিনিটে। এই আংশিক চন্দ্রগ্রহণের সময়কাল হবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড। এর আগে ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি এত দীর্ঘ চন্দ্রগ্রহণ হয়েছিল। এটি দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ যা ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে দেখা যাবে। অর্থাৎ অরুণাচল প্রদেশ ও অসমের কিছু অংশে চন্দ্রগ্রহণ দৃশ্যমাণ হবে।
advertisement
কী ভাবে আমাদের জীবনে এই গ্রহণের প্রভাব পড়বে এবং সে ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত তা পূর্ব থেকেই জেনে রাখা ভালো।
Lunar Eclipse 2021: গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা
• গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে যাওয়া উচিত নয়, কারণ গ্রহণের আলো শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
• এই সময়কালে গর্ভবতী মহিলাদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত। তাদের কোনও ধরনের কাজ করা উচিত নয়।
advertisement
• সূচনার সময়ও স্নান করা উচিত এবং গ্রহণ পর্ব শেষ হলে স্নান করা আবশ্যক।
Lunar Eclipse 2021: কী করা উচিত এবং উচিত নয়
• খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা উচিত নয়। বিজ্ঞানীরা সাধারণত টেলিস্কোপ, বাইনোকুলার বা চশমার সাহায্যে গ্রহণ দেখার পরামর্শ দেন, নয় তো গ্রহণের রশ্মি থেকে চোখের ক্ষতি হয়।
advertisement
• চন্দ্রগ্রহণের সময় খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত নয়। এছাড়াও গ্রহণ পরবর্তী সময়ে বাসি খাবার এবং দুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। যদি একান্ত ভাবেই ওই খাবার খেতে হয় তবে খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হবে।
• চন্দ্রগ্রহণের সময় গ্রহণ নিবারক মন্ত্র জপ করা যেতে পারে।
• চন্দ্রগ্রহণের সময় কখনই চুল, নখ কাটা উচিত নয়; ছুরি, কাঁটাচামচ বা অন্য কোন সূক্ষ্ম ও ধারালো হাতিয়ার ব্যবহার করা উচিত নয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Lunar Eclipse July 2021: ৫৮০ বছরে ঘটে একবার; ১৯ নভেম্বর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সময় কী সতর্কতা মেনে চলবেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement