Viral Video: মাত্র চার ঘণ্টায় তৈরি হল ৬,৪০০টি আইটেম ! ম্যাকডোনাল্ডসের কর্মীর কীর্তির ভিডিও ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
McDonald's worker prepares 6,400-item order in 4 hours: এত তাড়াতাড়ি কী করে এতগুলো জিনিস তৈরি করা হবে, তা নিয়ে স্বভাবতই চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রত্যেকেই ৷ কিন্তু সেই কাজে সফল ম্যাকডোনাল্ডসের কর্মী ৷
জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র: মাত্র ৪ ঘণ্টায় তৈরি করতে হবে ৬,৪০০টি আইটেম ! হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পেরির এক ম্যাকডোনাল্ডসে এমন অর্ডারই এসেছিল গ্রাহকের ৷ এত তাড়াতাড়ি কী করে এতগুলো জিনিস তৈরি করা হবে, তা নিয়ে স্বভাবতই চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রত্যেকেই ৷ কিন্তু সেই কাজে সফল ম্যাকডোনাল্ডসের এক কর্মী ৷ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল (McDonald's worker prepares 6,400-item order in 4 hours) ৷
মাত্র ৪ ঘণ্টায় তৈরি করা হল ৬,৪০০টি খাবারের আইটেম ৷ যার মধ্যে ১৬০০টি হল ম্যাকচিকেন স্যান্ডউইচ, ১৬০০ ম্যাকডাবলস এবং ৩২০০ চকোলেট চিপ কুকিজ ৷ বিল হয়েছিল প্রায় ৭,৪০০ মার্কিন ডলারের কাছাকাছি (1,600 McChicken sandwiches, 1,600 McDoubles, and 3,200 chocolate chip cookies) ৷
advertisement
advertisement
এত কম সময়ের মধ্যে এতগুলি আইটেমের অর্ডারই হয়তো অনেকে নেবেন না ৷ কিন্তু ম্যাকডোনাল্ডসের ওই আউটলেটে গ্রাহকের অর্ডার ‘অ্যাকসেপ্ট’ করা হয়েছিল ৷ এবং অর্ডার ঠিক সময়ে পৌঁছে দিতেও সফল কর্মীরা ৷
advertisement
মাত্র ৪ ঘণ্টায় এতগুলো জিনিস তৈরি করে এবং প্যাকেজিংয়ের পর যথা স্থানে পৌঁছে দিতে সফল ম্যাকডোনাল্ডসের কর্মীরা ৷ তবে মজার ব্যাপার হল এই গোটা অর্ডার একার হাতেই তৈরি করেছিলেন কার্টিস নামের এক কর্মী ৷ তিনিই পরে একটি ভিডিও শেয়ার করে ঘটনাটির কথা জানান ৷ যিনি এই অর্ডার দিয়েছিলেন, তিনি ম্যাকডোনাল্ডসের ওই আউটলেটে রেগুলার কাস্টমার ৷ তাই তাঁর কথা ফেলতে পারেননি ম্যাকডোনাল্ডসের কর্মীরা ৷ তবে এত কম সময়ে এত কিছু বানিয়ে প্রায় রেকর্ডই গড়ে ফেললেন কার্টিস ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2021 7:56 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: মাত্র চার ঘণ্টায় তৈরি হল ৬,৪০০টি আইটেম ! ম্যাকডোনাল্ডসের কর্মীর কীর্তির ভিডিও ভাইরাল