ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি সুরে মজলেন তাঁর অস্ট্রেলীয় তরুণী স্ত্রী

Last Updated:

Viral : ইনস্টাগ্রামে জনপ্রিয় লভলীন শেয়ার করেছেন স্ত্রীর সঙ্গে তাঁর নিজের ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে হরিয়ানভি সুরে মজেছেন বিদেশিনী৷

হরিয়ানভি সুরে মজেছেন বিদেশিনী
হরিয়ানভি সুরে মজেছেন বিদেশিনী
সঙ্গীত সব বেড়াজাল ভেঙে দেয়৷ বহু প্রচলিত সেই কথাই যেন নতুন করে দেখিয়ে দিলেন ভারতীয় যুবক এবং তাঁর অস্ট্রেলীয় স্ত্রী৷ স্বামীর সঙ্গে হরিয়ানভি গানের সুরে মেতে উঠলেন ওই অস্ট্রেলীয় তরুণী৷ ইনস্টাগ্রামে জনপ্রিয় লভলীন শেয়ার করেছেন স্ত্রীর সঙ্গে তাঁর নিজের ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে হরিয়ানভি সুরে মজেছেন বিদেশিনী৷
প্রেমের সুরে বিলীন ওই ভিডিওতে দেখা যাচ্ছে অস্ট্রেলীয় তরুণী পরে আছেন পিচরঙা সালোয়ার কামিজ৷ স্বামীর হাত ধরে তিনি গাইছেন হরিয়ানভি৷ প্রেক্ষাপটে বাজছে গান, তার সুরে মগ্ন এই জুটি৷ তাঁদের পারফরম্যান্সে মুগ্ধ নেটিজেনরা৷ বাহবা জানিয়েছেন দম্পতিকে৷ ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা লিখেছেন এই জুটির কোনও তুলনা হয় না৷ তাঁরা একে অন্যের পরিপূরক, মানছেন ইনস্টাগ্রামাররা৷ তাঁদের ‘ভাইয়া’ ও ‘ভাবীজি’ বলেই সম্বোধন করতে ভালবাসেন সকলে৷ সুপারকুল জুটি মন জয় করে নিয়েছেন নেটিজেনদের৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  মাথায় ঘাসের বোঝা চাপিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় যুবকের অস্ট্রেলীয় স্ত্রী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
ওই অস্ট্রেলীয় তরুণী কোর্টনি লভলীনের স্ত্রী৷ প্রসঙ্গত ইনস্টাগ্রামে লভলীন ভাটস অত্যন্ত জনপ্রিয়৷ তাঁর অনুরাগীর সংখ্যা ছাপিয়েছে ১.৯৭ লক্ষ৷ তাঁদের ঘরকন্নার কাপল-রিলস খুবই জনপ্রিয়৷ তাঁদের সব রিলের ভিউজ লক্ষাধিক সংখ্যা ছাপিয়ে যায়৷ কোনও রিল ভিডিওতে তাঁরা গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন৷ আবার কোনও ভিডিওতে তাঁদের দেখা গিয়েছে মজা করে ঝগড়া করতে৷ তাঁদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৬ লক্ষের বেশি৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি সুরে মজলেন তাঁর অস্ট্রেলীয় তরুণী স্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement