মাথায় ঘাসের বোঝা চাপিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় যুবকের অস্ট্রেলীয় স্ত্রী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: স্বামীর পাশে মাথায় ঘাসের বোঝা নিয়ে এগিয়ে যাচ্ছেন ওই অস্ট্রেলীয় তরুণী৷ ভাইরাল ভিডিওতে তাঁদের রসায়নে মুগ্ধ নেটিজেনরা৷

সেখানে দেখা যাচ্ছে স্বামীর পাশে মাথায় ঘাসের বোঝা নিয়ে এগিয়ে যাচ্ছেন ওই অস্ট্রেলীয় তরুণী
সেখানে দেখা যাচ্ছে স্বামীর পাশে মাথায় ঘাসের বোঝা নিয়ে এগিয়ে যাচ্ছেন ওই অস্ট্রেলীয় তরুণী
ভারতীয় পুরুষের প্রেমে পাগল হয়ে বিদেশিনীদের এদেশে ছুটে আসা নতুন কিছু নয়৷ সম্প্রতি এক অস্ট্রেলীয় তরুণীর ভিডিও ভাইরাল হয়ে পড়েছে৷ ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ওই বিদেশিনী ও তাঁর ভারতীয় জীবনসঙ্গীর ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে স্বামীর পাশে মাথায় ঘাসের বোঝা নিয়ে এগিয়ে যাচ্ছেন ওই অস্ট্রেলীয় তরুণী৷ ভাইরাল ভিডিওতে তাঁদের রসায়নে মুগ্ধ নেটিজেনরা৷
ইনস্টাগ্রামে রিল ভিডিওটি পোস্ট করেছেন লভলীন ভাটস৷ ওই অস্ট্রেলীয় তরুণী কোর্টনি তাঁর স্ত্রী৷ একটি খামারবাড়ির মাঝে তাঁরা দু’জনে হেঁটে চলেছেন৷ লভলীনের মাথায় কাটা ঘাসের বোঝা৷ কাপড়ের খণ্ড দিয়ে বাঁধা ঘাসের বোঝা স্ত্রীর মাথায় তুলে দিলেন লভলীন৷ তার পর তাঁরা হেঁটে গেলেন খামারবাড়ির সরু পথ ধরে৷ কিছু দিন আগে পোস্ট করা ভিডিওটিতে ভিউজ ছাপিয়েছে ১০ লক্ষ৷ লাইক পেয়েছে ৭৮ লক্ষের বেশি৷ এই জুটিকে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  বিমানবন্দর গুলাবজামুন নিয়ে যেতে দেবে না, তা বলে কি পয়সার জিনিস নষ্ট হবে? ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
ইনস্টাগ্রামে লভলীন ভাটস অত্যন্ত জনপ্রিয়৷ তাঁর অনুরাগীর সংখ্যা ছাপিয়েছে ১.৯৭ লক্ষ৷ তাঁদের ঘরকন্নার কাপল-রিলস খুবই জনপ্রিয়৷ তাঁদের সব রিলের ভিউজ লক্ষাধিক সংখ্যা ছাপিয়ে যায়৷ কোনও রিল ভিডিওতে তাঁরা গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন৷ আবার কোনও ভিডিওতে তাঁদের দেখা গিয়েছে মজা করে ঝগড়া করতে৷ তাঁদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৬ লক্ষের বেশি৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাথায় ঘাসের বোঝা চাপিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় যুবকের অস্ট্রেলীয় স্ত্রী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement