বুদ্ধির জোর কতখানি! দেখুন দেখি ছবিতে কোথায় লুকিয়ে বৃদ্ধের স্ত্রী
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Optical Illusion: এখানে একজন বৃদ্ধকে দেখা যাচ্ছে। কিন্তু এই ছবিতে লুকিয়ে রয়েছে তাঁর স্ত্রীয়ের মুখও।
কত কী আমাদের চোখে পড়ে রোজ। কিন্তু আসলে আমরা যতটুকু দেখতে পাই, তা একটা বিরাট অখণ্ডের ভগ্নাংশ মাত্র। এ বড় দার্শনিক সত্য। কিন্তু ঘটনা হল ‘অপটিক্যাল ইলিউশন’ বা দৃষ্টি বিভ্রম আমাদের চারপাশে প্রতিদিনই ঘটে।
বিজ্ঞান কিন্তু বলছে এই অপটিক্যাল ইলিউশন দিয়ে মগজের ধার পরীক্ষা করে নেওয়া যায়। অনেক রকমের দৃষ্টি বিভ্রম হতে পারে, আর সেগুলিকে হেঁয়ালির মতো সমাধান করা এক দারুন আকর্ষণীয় বিষয়। যাঁরা এতে অভ্যস্ত হয়ে পড়েন তাঁরা খেলা ছেড়ে বেরোতেই পারেন না। এই অপটিক্যাল ইলিউশনগুলি মনোবিশ্লেষণের ক্ষেত্রের একটি বিষয় হয়ে ওঠে। কোনও ব্যক্তি ঠিক কী দেখছেন বা কোন অংশ দেখেও দেখছেন না তা মনোবিদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ এতে ওই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ধরা পড়ে অনেকখানি। এমনই একটি ছবি এটি। এখানে একজন বৃদ্ধকে দেখা যাচ্ছে। কিন্তু এই ছবিতে লুকিয়ে রয়েছে তাঁর স্ত্রীয়ের মুখও।
advertisement
শুধুমাত্র জিনিয়াসরাই খুঁজে পাবেন মহিলাকে—
advertisement
উপরের ছবিটি একটি জটিল ধাঁধা। শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য এটি একটি ব্রেন টিজার হিসাবে ডিজাইন করা হয়েছে৷ এই অপটিক্যাল ইলিউশনে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তি তাঁর খামার বাড়িতে নিজের স্ত্রীকে খুঁজছেন। এই ছবির চ্যালেঞ্জ এটাই- বৃদ্ধের স্ত্রীকে খুঁজে বের করা।
আরও পড়ুন : নবরাত্রিতে মুম্বই বিমানবন্দরে গরবা নাচ! ভিডিও দেখে আপ্লুত আনন্দ মাহিন্দ্রাও
সাধারণত বেশিরভাগ মানুষ বৃদ্ধকেই দেখতে পাবেন। তিনি দাঁড়িয়ে রয়েছেন। হাজার হাজার মানুষ তাঁর স্ত্রীকে খুঁজতে ব্যস্ত। কিন্তু চ্যালেঞ্জ হল মাত্র ১১ সেকেন্ডের মধ্যে বৃদ্ধের স্ত্রীকে খুঁজে বের করা। বিষয়টা একেবারেই কঠিন নয়। একটু মন দিয়ে দেখলেই বৃদ্ধের স্ত্রীকে দেখতে পাওয়া যাবে। দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবিটি একটু মন দিলে দেখলে লুকোন মহিলার মুখটি স্পষ্ট হয়ে উঠবে। প্রাথমিক ভাবে কঠিন বলে মনে হলেও যদি ছবিটি উল্টো দিকে কাত করে দেখা যায় তা হলেই এক মহিলার মুখ দেখা সম্ভব। আসলে বৃদ্ধের পায়ের কাছে যে ঝোপটি রয়েছে, সেখানেই লুকিয়ে রয়েছে একজন মহিলার মুখাবয়ব।
advertisement

আরও পড়ুন : বিমানবন্দর গুলাবজামুন নিয়ে যেতে দেবে না, তা বলে কি পয়সার জিনিস নষ্ট হবে? ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
ছবিতে দাবি করা হয়েছে যে যদি কেউ মাত্র ১১ সেকেন্ডের মধ্যে ছবির ভিতরে লুকানো মহিলার মুখ সনাক্ত করতে সক্ষম হন তবে তিনি অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। সমীক্ষা বলছে, যত বেশি কঠিন ধাঁধা নিয়ে মস্তিষ্ক অনুশীলন করে তত বুদ্ধিমত্তা ক্ষুরধার হয়।
advertisement
দৃষ্টি বিভ্রম সব সময় আমাদের মস্তিষ্ক কী ভাবে কাজ করে সে সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য দেয়। রঙ, আলো এবং আকারের নির্দিষ্ট সংমিশ্রণ আমাদের মস্তিষ্ককে চাক্ষুষ ভাবে এমন কিছু উপলব্ধি করাতে পারে যা সেখানে নেই।
Location :
First Published :
October 06, 2022 4:10 PM IST