বয়সের দূরত্ব ভাটা ফেলেনি প্রেমের জোয়ারে, দুই সন্তানের মা ৫০ বছর বয়সি ডিভোর্সির সহবাস ২৫ বছরের তরুণের সঙ্গে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Relationship: অ্যালেক্সের চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়া আটকাতে পারলেন না রাচেল
মনের মানুষের খোঁজে ডেটিং অ্যাপে এসেছিলেন ৪৮ বছর বয়সি ডিভোর্সি মহিলা৷ শেষে অনলাইনে এসে দুই সন্তানের মা ভার্চুয়াল প্রেমে পড়লেন এমন এক তরুণের যিনি তাঁর থেকে বয়সে ২৩ বছরের ছোট৷
২০২০ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে ভেঙে যায় দুই সন্তানের মা রাচেল কোডেলের৷ এর পর তিনি ডেটিং অ্যাপের দ্বারস্থ হন৷ প্রথম দিকে অভিজ্ঞতা ছিল যথেষ্ট তিক্ত ৷ অশ্লীল প্রস্তাবও পেয়েছেন একাধিক৷ কিছু দিন পর তাঁর সঙ্গে আলাপ হয় ২৩ বছর বয়সি অ্যালেক্স মাইকেলের সঙ্গে৷ টেক্সাসের বাসিন্দা রাচেল কোনওদিন ভাবতেই পারেননি প্রায় অর্ধেক বয়সি তরুণের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হতে পারে৷ তবে তাঁকে চমকে দিয়েই জীবন অন্য গল্প লিখল৷ ক্রমে দু’জনের মধ্যে জমে উঠল চ্যাটিং৷ শেষে অ্যালেক্সের চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়া আটকাতে পারলেন না রাচেল৷
advertisement
আরও পড়ুন : 'জল বাড়ছে’ আর্ত চিৎকারে শুনেই নদীতে ঝাঁপ, ১২ জনের প্রাণ বাঁচিয়ে মালবাজারে নায়ক মামা-ভাগ্নে
চ্যাটিংয়ের পাশাপাশি ক্রমে বাড়ল ফোনালাপও৷ একদিন রাচেল আবিষ্কার করলেন অ্যালেক্সের কণ্ঠস্বরও যৌন আবেদন পূর্ণ৷ তাছাড়া ওয়েবসাইট ক্রিয়েটর অ্যালেক্সের সঙ্গে তাঁর মানসিকতারও প্রচুর সাদৃশ্য আছে বলে জানান রাচেল৷ তাই প্রেম জমাট হতে দেরি হয়নি৷ অন্যদিকে অ্যালেক্সের মতে, রাচেলকে দেখে মনেই হয় না তাঁর বয়স এখন চল্লিশ পেরিয়েছে৷ প্রেমিকার ব্যক্তিত্বেও মুগ্ধ এই তরুণ৷
advertisement
advertisement
আরও পড়ুন : মাথায় ঘাসের বোঝা চাপিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় যুবকের অস্ট্রেলীয় স্ত্রী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
অ্যালেক্সের সঙ্গে সামনাসামনি আলাপ করার জন্য টেক্সাস থেকে রাচেল পাড়ি দেন নিউইয়র্ক৷ তার পর দু’জনে মায়ামি, অস্টিন-সহ একাধিক জায়গায় ঘুরে বেড়ান৷ ভ্রমণে আরও কাছাকাছি আসেন তাঁরা৷ আরও জমাট বাঁধে প্রেম ও সম্পর্ক, দুই-ই৷ গত বছরের গোড়ায় তাঁরা লিভ ইন শুরু করেন অস্টিনে৷ রাচেলের পরিবার এই সম্পর্ক মেনে নিয়েছে৷ কিন্তু অ্যালেক্সের পরিজনরা এখনও সম্মতি দেননি৷ তাঁরা এই বয়সের দূরত্ব কিছুতেই মানতে পারছেন না৷ রাচেল এখন ৫০ বছর বয়সি৷ প্রেমিকের বয়স ২৫ বছর৷ বয়সের দূরত্ব ভাটা ফেলেনি প্রেমের জোয়ারে৷
Location :
First Published :
October 10, 2022 10:13 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বয়সের দূরত্ব ভাটা ফেলেনি প্রেমের জোয়ারে, দুই সন্তানের মা ৫০ বছর বয়সি ডিভোর্সির সহবাস ২৫ বছরের তরুণের সঙ্গে