Lord Ram: সারা বছর সবুজ থাকে এই পাহাড়, বর দিয়েছিলেন স্বয়ং ভগবান রাম! কোথায় জানেন?
- Published by:Suman Biswas
- trending desk
Last Updated:
Lord Ram: এমনটা বিশ্বাস করা হয় এবং প্রবাদেও বলা হয় যে, যে এই পাহাড়ে যায় তার সব মনোবাঞ্ছা পূরণ হয়।
কলকাতা: চিত্রকূট হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান। এই স্থানের প্রতিটি কোণে ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণের স্মৃতি বিরাজ করছে। চিত্রকূটেরই এমন একটি শৃঙ্গেরর কথা আজ আমরা বলব যেখানে সারা বছর গাছপালা সবুজ থাকে। হ্যাঁ, আমরা ধর্মীয় শহর চিত্রকূটের কমদগিরি পর্বতের কথা বলছি। এই পাহাড়ে জন্মানো গাছপালা সারা বছর সবুজ থাকে। এমনটা বিশ্বাস করা হয় এবং প্রবাদেও বলা হয় যে, যে এই পাহাড়ে যায় তার সব মনোবাঞ্ছা পূরণ হয়।
এমনটা মনে করা হয় যে, বনবাসের সময় ভগবান শ্রী রাম, মাতা জানকী এবং ভাই লক্ষ্মণকে নিয়ে চিত্রকূটে এসেছিলেন। এখানে ১০৮টি গঙ্গার মতো পবিত্র ধারা এবং ৫২ জন দেবীও তাঁকে রক্ষা করতে চিত্রকূটে আসেন। চিত্রকূটে সাড়ে এগারো বছর নির্বাসন কাটিয়ে তিনি দণ্ডক বনের দিকে চলে যান, কিন্তু শ্রী রাম তাঁর সঙ্গে আসা ১০৮টি গঙ্গার মতো পবিত্র ধারা এবং ৫২ জন দেবীকে চিত্রকূটেই বিরাজ করতে বলে চলে যান। এই কারণেই কমদগিরি পাহাড় সবসময় সবুজ থাকে। লোকবিশ্বাস মতে ভগবান রাম স্বয়ং এই পর্বতকে বর দিয়েছিলেন চিরসবুজ হওয়ার।
advertisement
advertisement
চিত্রকূট হনুমান মন্দিরের পুরোহিত অমিত তিওয়ারি জানিয়েছেন যে, কমদগিরি পর্বত একটি স্থাবর তীর্থ। ভগবান রাম যখন বনবাসে যান, তখন তিনি চিত্রকূটে বাস করেন এবং সাড়ে এগারো বছর সাধুদের সঙ্গে এই পর্বতের পূজা করেন। মাতা জানকীকে রক্ষা করার জন্য তাঁর সঙ্গে অযোধ্যা থেকে ৫২ জন দেবী ও ১০৮টি গঙ্গার মতো পবিত্র ধারা তাঁদের সঙ্গে এখানে আসেন।
advertisement
এখান থেকে যখন বাস সমাপ্ত করে শ্রী রাম চলে যান, তখন শ্রী রাম ও মাতা জানকী সাধুদের সঙ্গে কালযাপনের আশীর্বাদস্বরূপ তাঁদের সঙ্গে যা কিছু শক্তি ছিল তা এই পর্বতকে দান করে যান। তারপর থেকে সেই ১০৮টি গঙ্গার মতো পবিত্র ধারা এবং ৫২ জন দেবী এই পর্বতে বিদ্যমান থাকেন। এই পর্বতে দেবীশক্তির অনুভূতি আজও অনুভব করা যায়। এমনটিও বিশ্বাস করা হয় যে চিত্রকূটে যিনি তপস্যা করেন তাঁর কোনও মনোকামনা কখনও বৃথা যায় না।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 6:47 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Lord Ram: সারা বছর সবুজ থাকে এই পাহাড়, বর দিয়েছিলেন স্বয়ং ভগবান রাম! কোথায় জানেন?