Job News: চাকরি নিয়ে বিরাট ঘোষণা করলেন মমতা! ৩ ফেব্রুয়ারি নিয়েও বড় ডাক, কোন কোন পদে চাকরি?

Last Updated:

Job News: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''৩ ফেব্রুয়ারি রেড রোডে আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সবাইকে নিয়ে আসবেন।''

মমতার বড় ঘোষণা
মমতার বড় ঘোষণা
মালদহ: লোকসভা ভোটের আগে রাজ্যে কর্মসংস্থান নিয়ে ফের বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”অনেক স্কুল শিক্ষক নিয়োগ হবে, অনেক কনস্টেবল নেওয়া হবে। অনেক নার্স নেওয়া হবে। খবর রাখবেন। নির্দিষ্ট ভাবে আবেদন করবেন।” একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তিনি যে ধরনায় বসতে চলেছেন, সেই প্রসঙ্গও আরও একবার তুলে ধরে দলের নেতাদের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”৩ ফেব্রুয়ারি রেড রোডে আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সবাইকে নিয়ে আসবেন। তাদের যাতায়াতের খরচ দিয়ে দেবেন। ৩ তারিখ বেলা ১টার মধ্যে চলে আসবেন।”
advertisement
তৃণমূল নেত্রীর সংযোজন, ”আমি দেখছি কত ধানে কত চাল। আমাকে সিপিআইএম প্রচুর মেরেছে। আমি তাই সিপিআইএম-কে কোনও দিন ক্ষমা করব না। তাই সিপিআইএম-এর সঙ্গে যারা ঘর করে, তাদের আমি ক্ষমা করি না। আমি কংগ্রেসকে বললাম দুটো সিট দিচ্ছি। তোমাদের জিতিয়ে আনব। বলল, না, আমাদের অনেক চাই। ওরা আগে সিপিআইএম-এর হাত ছাড়ুক।”
advertisement
কংগ্রেসের সঙ্গে পারস্পরিক সম্পর্কের নিরিখে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না তৃণমূলের৷ আর এই গোটা তিক্ততার কারণ হিসাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দিকেই আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব৷ এদিন মুর্শিদাবাদের পাশের জেলা মালদহে সভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখান থেকেই তিনি বললেন, পরপর দুটো সিটে কংগ্রেস জিতেছে। কী করেছে কংগ্রেস এখানে, বলুন তো আপনারা। বরকত দা কংগ্রেসের জন্য করেছেন। তারপর কী করেছে? ওঁর পরিবার ভোট দাঁড়াবে নাকি সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কংগ্রেস সিপিআইএম-এর হাত মিলিয়ে বিজেপিকে শক্তিশালী করছে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Job News: চাকরি নিয়ে বিরাট ঘোষণা করলেন মমতা! ৩ ফেব্রুয়ারি নিয়েও বড় ডাক, কোন কোন পদে চাকরি?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement