নোনতা বিস্কুটের ধারে থাকা ঢেউখেলানো নকশার পিছনে আসল কারণ কী? জানলে অবাক হয়ে যাবেন

Last Updated:

Why Salted Biscuits Have Ridged Edges: আমরা সাধারণত লক্ষ্য করে থাকি, যে কোনও সংস্থার নোনতা বিস্কুটের নকশাই এক ধরনের হয়ে থাকে। কিন্তু কেন?

নোনতা বিস্কুটের ধারে থাকা ঢেউখেলানো নকশার পিছনে আসল কারণ কী?
নোনতা বিস্কুটের ধারে থাকা ঢেউখেলানো নকশার পিছনে আসল কারণ কী?
কলকাতা: বিকেলের গরম-গরম চায়ের সঙ্গে নোনতা বিস্কুট না-হলে কি আর চলে! আর নোনতা বিস্কুটের কথা বললেই আমাদের সামনে ভেসে ওঠে একটা ছবি। ছোট্ট-ছোট্ট গোল-গোল বিস্কুট, যার ধার হয় সাধারণত ঢেউ খেলানো। আর বিস্কুটের উপরে থাকে ছোট্ট ছোট্ট ছিদ্র। শুধু চায়ের সঙ্গেই নয়, স্ন্যাকস হিসেবেও দুর্দান্ত মুখরোচক এই নোনতা বিস্কুট। দু’টো নোনতা বিস্কুটের মাঝে চিজের টুকরো ভরে খেয়ে দেখেছেন কখনও? এক বার খেলে এর স্বাদ কখনও ভোলা যাবে না!
কিন্তু নোনতা বিস্কুটের নকশা এমন হয় কেন? এই প্রশ্ন কি কখনও মাথায় এসেছে? আসলে আমরা আমাদের চারপাশে এমন অনেক কিছুই দেখি, যা নিয়ে অনেক সময়ই আমাদের মনে সে-ভাবে প্রশ্ন জাগে না। আমরা সাধারণত লক্ষ্য করে থাকি, যে কোনও সংস্থার নোনতা বিস্কুটের নকশাই এক ধরনের হয়ে থাকে। কিন্তু কেন? এর কি আদৌ কোনও নির্দিষ্ট কারণ রয়েছে না অন্য কিছু? এক টিকটক তারকা একটি ভিডিও-র মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
advertisement
advertisement
বিস্কুটের ধারে কেন ঢেউ খেলানো নকশা?
টিকটকে @theritzcrackersofficial নামের একটি অ্যাকাউন্ট থেকেই এই রহস্য ফাঁস করা হয়েছে। তাতে নোনতা বিস্কুটের ধারের নকশার কথা বলা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে, আসলে ওই এই ধরনের বিস্কুট চিজ দিয়ে খেতে খুবই ভাল লাগে। আর চিজ কাটার জন্যই মূলত এই নকশা কাজে লাগে। অনেকেই হয় তো ভাবেন যে, শুধুমাত্র বিস্কুটকে সুন্দর করার জন্যই ওই নকশা করা হয়। আদতে কিন্তু তা নয়। বরং এটিকে পিৎজা কাটারের মতো ব্যবহার করা হয়। ওই নকশাকাটা ধার দিয়ে চিজ স্লাইস করে নেওয়া হয়, যা বিস্কুটের উপর সুন্দর ভাবে বসে যায়।
advertisement
ব্যবহারকারীদের প্রতিক্রিয়া:
টিকটকে পোস্ট করা এই ভিডিওটিতে এখনও পর্যন্ত ৩.২ মিলিয়ন অর্থাৎ ৩২ লক্ষ ভিউ রয়েছে। আর প্রায় ৫০ হাজারেরও বেশি টিকটকার এই ভিডিওটি পছন্দ করেছেন। ওই ভিডিওটির কমেন্ট বক্সে আবার দ্বিধাবিভক্ত ব্যবহারকারীরা। কেউ কেউ জানিয়েছেন, প্রতিদিন নতুন নতুন কিছু শেখার সুযোগ আসে। আবার অনেক ব্যবহারকারীই এর বিরোধিতা করে লিখেছেন যে, "এটি চিজ কাটার জন্য তৈরি করা হয়নি। বরং আপনি নিজেই এটা খুঁজে বার করেছেন"। অনেকে আবার বলছেন, এতে চিজ তো কাটা যাবেই না, উল্টে বিস্কুটটাই ভেঙে যাবে!
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নোনতা বিস্কুটের ধারে থাকা ঢেউখেলানো নকশার পিছনে আসল কারণ কী? জানলে অবাক হয়ে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement