Optical Illusion: দেখুন তো, প্রথমেই কাকে দেখতে পাচ্ছেন? আসলে এটাই প্রেম জীবনের গোপন রহস্যের হদিশ দেবে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Optical Illusion IQ Test: যাঁরা প্রকৃত ভালবাসা খুঁজছেন, তাঁদের সেই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই ছবিটিতে। এটি আদতে অ্যাবস্ট্র্যাক্ট আর্ট। লাল-গোলাপির নানা শেডের একসঙ্গে মিশেছে ওই চিত্রে।
কলকাতা: দ্রুত গতিতে ছুটে চলতে চলতে বোধহয় প্রকৃত ভালবাসা পাওয়া হয়ে ওঠে না। এ-ছাড়া নানা মিথ্যের দুনিয়ায় সেটা খুঁজে পাওয়াটাও ভারি মুশকিল। কিন্তু যাঁরা প্রকৃত ভালবাসা খুঁজছেন, তাঁদের সেই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই ছবিটিতে। এটি আদতে অ্যাবস্ট্র্যাক্ট আর্ট। লাল-গোলাপির নানা শেডের একসঙ্গে মিশেছে ওই চিত্রে।
কিন্তু কী-ভাবে ওই ছবিতে কেউ পাবেন তাঁর প্রকৃত ভালবাসার হদিশ? সেটাই আলোচনা করে নেওয়া যাক। ছবিতে রয়েছে লাল-গোলাপির বিভিন্ন শেডের নানা রকম অবয়ব। আর যে অবয়বটা প্রথম নজরে আসবে, সেটাই বলে দেবে কারও মনের কথা। এই ছবিটা আসলে অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জেরই অংশ। ফলে কেউ কেউ প্রথমেই এই ছবিটিতে একটি মেয়ের অবয়বই দেখতে পাবেন। আবার কিছু কিছু মানুষের চোখে মহিলার অবয়বের বদলে প্রথমেই এক জোড়া সঙ্গী বা একটা জুটির অবয়ব ভেসে উঠবে।
advertisement
advertisement
যদি প্রথম নজরে দেখা যায় মহিলাকে:

ছবিতে চোখ রাখলেই প্রথমে এক মহিলাকে দেখতে পেলে সম্পর্কে যাওয়ার আগে ভেবে-চিন্তে যাওয়া উচিত। প্রেম-ভালবাসার জন্য মনে জায়গা থাকলেও এই ধরনের মানুষ সিঙ্গল থাকলেই জীবন বেশি উপভোগ করতে পারবেন। অন্তত এক বারের জন্য হলেও সিঙ্গল থাকা উচিত। যিনি এই ইলিউশনটা বানিয়েছেন, তিনি জানান, সঙ্গী ছাড়াই এঁরা স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। কোথাও যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কারও সঙ্গে না-গিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে বেরিয়ে আনন্দ করতেই এঁরা বেশি পছন্দ করবেন। তাই নিজের স্বাধীনতা উপভোগ করতে হবে।
advertisement
প্রথমেই যদি একসঙ্গে কোনও জুটিকে দেখা যায়:
ছবিটিতে চোখ রাখলেই যদি কেউ প্রথমেই এক জুটি বা দম্পতিকে দেখতে পান, তা-হলে বুঝতে হবে যে, তিনি গভীর ভাবে প্রেমে পড়ার জন্য একেবারে প্রস্তুত। অর্থাৎ এই ধরনের মানুষ সম্পর্কের জন্য একেবারে তৈরি। এঁরা সাধারণত এমন ধরনের মানুষ হয়, যাঁরা সব সময় নিজের জীবনে পাশে কাউকে চেয়ে থাকেন। এমনকী এঁরা নিজের মনের অনুভূতি প্রকাশ করতেও পিছ-পা হন না।
Location :
First Published :
November 04, 2022 12:06 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: দেখুন তো, প্রথমেই কাকে দেখতে পাচ্ছেন? আসলে এটাই প্রেম জীবনের গোপন রহস্যের হদিশ দেবে