Twitter Layoffs: অফিস যাওয়ার পথেই আসতে পারে ইমেল ! আজ থেকে কর্মী ছাঁটাই শুরু ট্যুইটারে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী আজ, শুক্রবার থেকেই সংস্থার কর্মীদের কাছে আসতে পারে ইমেল ৷
নয়াদিল্লি: ট্যুইটার হাতে নেওয়ার পরেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন এলন মাস্ক। সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল-সহ বেশ কয়েকজন আধিকারিককে ইতিমধ্যেই সরিয়ে দিয়েছেন। সংস্থার সব বোর্ড ডিরেক্টররাও আর নেই। এবার কর্মী ছাঁটাইয়ের পথে মাস্ক। ৬০ দিন অর্থাৎ ২ মাসের বেতন দিয়ে ওই কর্মীদের ছাঁটাই করা হবে বলে আগেই শোনা গিয়েছিল। এবার সেটাই সত্যি হতে চলেছে ৷ সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী আজ, শুক্রবার থেকেই সংস্থার কর্মীদের কাছে আসতে পারে ইমেল ৷
জানা গিয়েছে, আজ শুক্রবারই সংস্থার কর্মীদের ট্যুইটার জানিয়ে দেবে কাদের রাখা হবে এবং কাদের নয় ৷ অফিসও আপাতত বন্ধ করা হচ্ছে ৷ গত এক সপ্তাহ ধরেই চাকরি নিয়ে অনিশ্চয়তা চলছে কর্মীদের মধ্যে ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সকাল ৯টা থেকেই ইমেল পেতে শুরু করবেন কর্মীরা ৷ (9 a.m. Pacific time on Friday (12 p.m. EDT/1600 GMT)
advertisement


advertisement
তবে ট্যুইটার অধিগ্রহণ করার পর কর্মী ছাঁটাই নিয়ে কথা হলে এর আগে তা অস্বীকার করেছিলেন মাস্ক। ট্যুইটারের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক নিয়ম বদল করছেন এলন মাস্ক। ভেরিফায়েড অ্যাকাউন্টের- ব্লু টিকের জন্য মাসে প্রায় ৮ ডলারের নিদান দেওয়ার পর এবার কর্মী ছাঁটায়েই পথে হাঁটতে চলেছে ট্যুইটারের নতুন মালিক। কোম্পানি চালাতে ঠিক কত কর্মীর প্রয়োজন, সে বিষয়ে হিসেবনিকেষ করে ছাঁটাইয়ের পথে হাঁটছেন মাস্ক।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 10:02 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Twitter Layoffs: অফিস যাওয়ার পথেই আসতে পারে ইমেল ! আজ থেকে কর্মী ছাঁটাই শুরু ট্যুইটারে