নাগরিকত্বকে সামনে রেখে কি ভোটের গুজরাতে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বিজেপি? বিরোধীদের প্রশ্নের জবাব গেরুয়া শিবিরের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, সাধারণ মানুষের স্বার্থেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি পদ্ম শিবিরের।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- নাগরিকত্বকে সামনে রেখে কি ভোটের গুজরাতে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বিজেপি? প্রশ্ন তুলছে বিরোধীরা। যদিও মানতে নারাজ পদ্ম ব্রিগেড। আর ক’দিন পরেই গুজরাতে ভোট। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিনক্ষণও বৃহস্পতিবার ঘোষণা করা হল। সেই সঙ্গে সঙ্গেই বেজে গিয়েছে ভোটের দামামা।
এই পরিস্থিতিতে, গুজরাতের দুই জেলায় অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। এতে ভোটের অঙ্ক দেখছে বিরোধীরা। তাদের বক্তব্য, ভোটের গুজরাতে এটা বিজেপির হিন্দুত্বের তাস। লোকসভার কংগ্রেস দলনেতা তথা এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ‘‘নাগরিকত্ব দেওয়ার নামে ভোটে মেরুকরণের চেষ্টা। সংবিধানে ধর্মের নামে নাগরিকত্ব দেওয়ার কথা নেই। তিব্বত, মায়ানমারেও তো লোক অত্যাচারিত। শুধু পাকিস্তান কেন? বিজেপির পাল্টা বক্তব্য, ‘‘সিএএ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলেছে। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য। কেড়ে নেওয়ার জন্য নয়।’’
advertisement
advertisement
পরিসংখ্যান অনুযায়ী, গুজরাতে মুসলিম ভোট প্রায় ৯ শতাংশ। কেন্দ্রের নাগরিকত্ব-নির্দেশিকা শুধুমাত্র দুই জেলার জন্য। আনন্দ এবং মেহসানা। আনন্দে মুসলিম ভোট গুজরাতের অন্য জেলাগুলির তুলনায় কিছুটা বেশি। প্রায় ১২ শতাংশ।মেহসানায় মুসলিম ভোট প্রায় ৭ শতাংশ। তবে কি এই দুই জেলাকে সামনে রেখে গোটা গুজরাতে হিন্দুত্বের বার্তা দেওয়ার চেষ্টা করছে পদ্ম ব্রিগেড? এর সঙ্গে অনেকেই জুড়ে দিচ্ছেন সম্প্রতি নরেন্দ্র মোদির কেদারনাথ-বদ্রিনাথ সফরকেও। তবে, প্রশ্ন আরও আছে। ভোটের গুজরাতে ব্রিজ ভেঙে শতাধিকের প্রাণ গিয়েছে মোরবিতে।
advertisement
বিরোধীদের প্রশ্ন, 'ব্রিজ-বিপর্যয় থেকে নজর ঘোরাতেই কি হঠাৎ এই নির্দেশিকা? সেতু ভেঙে অপদার্থতা থেকে নজর ঘোরাতেই কী CAA বিষয় আচমকা সামনে আনা হল? গুজরাতে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্বভোটের গুজরাতে হিন্দুত্বের তাস? নাগরিকত্বকে সামনে রেখে মেরুকরণের চেষ্টা? এই প্রশ্নেই সরব বিরোধীরা। যদিও গুজরাতে সিএএ লাগুর প্রশ্নে কোনও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, সাধারণ মানুষের স্বার্থেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি পদ্ম শিবিরের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 6:46 AM IST