Imran Khan-Munmun Sen: ‘ক্রিকেটার ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করি’: মুনমুন সেন

Last Updated:

বিশ্ব বিখ্যাত ক্রিকেটার ছিলেন ইমরান খান ৷ তাঁর খেলার জন্য তিনি সারা বিশ্বে বিখ্যাত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং ভাল থাকুন, বললেন মুনমুন সেন ৷

কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ ৷ তাঁর সুস্থতা কামনা করে অভিনেত্রী মুনমুন সেন বললেন, ‘‘ক্রিকেটার ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করি ৷ বিশ্ব বিখ্যাত ক্রিকেটার ছিলেন ইমরান খান ৷ তাঁর খেলার জন্য তিনি সারা বিশ্বে বিখ্যাত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং ভাল থাকুন ৷ এটাই আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রার্থনা। রাজনীতিক ইমরানকে নিয়ে আমি কোনওরকম মন্তব্য করব না।’’ 
পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে পাক পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভি গাড়িতে সওয়ার হয়ে ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। হামলাকারীকে গ্রেফতার করা হয় ঘটনাস্থলেই।
advertisement
advertisement
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা কারোরই অজানা নয় ৷ মুনমুন সেন রাজনীতিক ইমরান খানকে নিয়ে তাই কোনও মন্তব্য করতে না চাইলেও ক্রিকেটার ইমরানের দ্রুত সুস্থতা কামনা করলেন ৷
advertisement
এককালে বলিপাড়ায় মুনমুন সেনের সঙ্গে ইমরান খানের  ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে কম গুঞ্জন হয়নি। সে সময় অনেকেই বলতেন, মুনমুনকে দারুণ পছন্দ ইমরানের। যদিও এ নিয়ে দু’জনে প্রকাশ্যে কিছু বলেননি। ফলে জল্পনা সবসময়ে বেড়েছে বই কমেনি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Imran Khan-Munmun Sen: ‘ক্রিকেটার ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করি’: মুনমুন সেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement