Kerala Nursing College Ragging Video: যৌন নিগ্রহের পর ভিডিও রেকর্ডিং ! র্যাগিয়ের নামে ভয়াবহ অত্যাচার কেরলের নার্সিং কলেজে, সামনে এল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Kerala Nursing College Ragging Video | র্যাগিংয়ের নামে ভয়াবহ যৌন নিগ্রহ করার অভিযোগ ৫ নার্সিং ছাত্রের বিরুদ্ধে। সেই অত্যাচারের ভিডিও প্রকাশ্যে আসতে ভয় কেঁপে উঠেছেন প্রত্যেকেই ৷
তিরুঅনন্তপুরম: তিন মাস ধরে নগ্ন করে চলত লাগাতার অত্যাচার। উলঙ্গ করে মারধর ! কখনও যৌনাঙ্গে ঝুলিয়ে দেওয়া হত ডাম্বল। সে সব মুহূর্তের ভিডিও আবার রেকর্ড করে রাখা হত ক্যামেরায়। এভাবেই মাসের পর মাস ধরে জুনিয়রদের র্যাগিং করে আসছিলেন কেরলের মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পাঁচ পড়ুয়া। র্যাগিংয়ের নামে ভয়াবহ যৌন নিগ্রহ করার অভিযোগ ৫ নার্সিং ছাত্রের বিরুদ্ধে। সেই অত্যাচারের বর্ণনা প্রকাশ্যে আসতে ভয় কেঁপে উঠেছেন প্রত্যেকেই ৷ নার্সিং কলেজে নারকীয় অত্যাচারের ভিডিও এবার সামনে এসেছে ৷
কেরলের কোট্টায়ামের একটি সরকারি নার্সিং কলেজে র্যাগিংয়ের এক ভয়াবহ ঘটনায় পাঁচজন তৃতীয় বর্ষের ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রথম বর্ষের তিন ছাত্রকে তিন মাস ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায় তৃতীয় বর্ষের পাঁচ ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
advertisement
advertisement

গত নভেম্বর থেকে শুরু হওয়া এই নির্যাতনের বিবরণে বলা হয়েছে, প্রথম বর্ষের ছাত্রদের নগ্ন অবস্থায় দাঁড় করিয়ে তাদের গোপন অঙ্গে ডাম্বেল ঝুলিয়ে দেওয়া হতো। জ্যামিতি বক্সের কম্পাসের মতো ধারালো জিনিস দিয়ে তাদের শরীরে আঘাত করা হতো। ক্ষতস্থানে লোশন লাগিয়ে আরও যন্ত্রণা দেওয়া হতো। চিৎকার করলে তাদের মুখে জোর করে লোশন ঢুকিয়ে দেওয়া হত।
advertisement
এই নির্যাতন আর সহ্য করতে না পেরে এক ছাত্র গোটা ঘটনাটা তার বাবাকে জানায়। তিনি কোট্টায়াম গান্ধিনগর থাকায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই পাঁচ সিনিয়র ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অ্যান্টি-র্যাগিং আইনে মামলা দায়ের করা হয়েছে।
Location :
Thiruvananthapuram,Kerala
First Published :
February 14, 2025 11:45 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Kerala Nursing College Ragging Video: যৌন নিগ্রহের পর ভিডিও রেকর্ডিং ! র্যাগিয়ের নামে ভয়াবহ অত্যাচার কেরলের নার্সিং কলেজে, সামনে এল ভিডিও