Bizarre Wedding: মৃত্যুর ৩০ বছর পর সাতপাকে বাঁধা পড়লেন শোভা এবং চণ্ডাপ্পা
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Bizarre Wedding: এই জুটির বিয়ে সাধারণ রীতিতে হয়নি৷ এই বিয়ে দেওয়া হয়েছে ‘প্রেত কল্যাণম্’ মতে ৷ অর্থাৎ মৃতদের বিয়ে৷
সাতপাকে বাঁধা পড়লেন শোভা এবং চণ্ডাপ্পা৷ কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলায় রীতি ও ঐতিহ্য মেনে তাঁদের বিয়ে হল ৷ তবে বর এবং কনে দু’জনের কেউই সশরীরে থাকতে পারেননি বিবাহমণ্ডপে ৷ কারণ ৩০ বছর আগেই তাঁদের মৃ্ত্যু হয়েছে৷ তাই এই জুটির বিয়ে সাধারণ রীতিতে হয়নি৷ এই বিয়ে দেওয়া হয়েছে ‘প্রেত কল্যাণম্’ মতে ৷ অর্থাৎ মৃতদের বিয়ে৷
‘প্রেত কল্যাণম্’ রীতি এখনও পালিত হয় কর্নাটক ও কেরলের কিছু অংশে৷ এই রীতিতে বিয়ে দেওয়া হয় দুই মৃত শিশুর যারা বহু বছর আগে ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গিয়েছে ৷ প্রচলিত বিশ্বাস, এভাবে আত্মাদের সম্মান জানানো হয় ৷ ইউটিউবার অ্যানি অরুণ এই অদ্ভুত বিয়ের কথা শেয়ার করেছেন ট্যুইটারে ৷ লিখেছেন ‘‘আমি আজ একটা বিয়েতে এসেছি৷ আপনাদের মনে হতেই পারে এটা ট্যুইট করার মতো ঘটনা কেন৷ আসলে, এখানে বর ও কনে দু’জনেই মৃত৷ প্রায় ৩০ বছর আগে৷ এবং তাঁদের বিয়ে হচ্ছে আজকে৷’’
advertisement
আরও পড়ুন : উড়ন্ত বিমানে খাবারে সাপের মাথা! দেখুন ভাইরাল ভিডিও
, there will be marriage procession and finally tieing the knots. If you are wondering its easy to fix this marriage, hear me out. Recently groom family rejected a bride because bride was few year elder to the groom!
Anyway I find these customs beautiful. — AnnyArun (@anny_arun) July 28, 2022
advertisement
advertisement
বিয়ের রীতি আর পাঁচটা বিয়ের মতোই স্বাভাবিক ৷ শুধু পার্থক্য এই যে এখানে বর ও কনের জায়গায় ব্যবহার করা হয় তাঁদের কুশপুতুল ৷ ইউটিউবার অরুণ জানিয়েছেন কর্নাটক ও কেরলের কিছু অংশে এটা খুব গুরুত্বপূর্ণ রীতি৷ ভূমিষ্ঠ হওয়ার সময়ে মারা গিয়েছে এমন দুই শিশুর বিয়ে দেওয়া হয় ৷ বাকি সব রীতি অন্যান্য বিয়ের মতোই৷ বিয়ের আগে বাগদানের জন্য দুই পরিবার দু’জনের বাড়িতে যায়৷
advertisement
Bride and groom do the 'Saptapadhi' 7 rounds before sit for the marriage. pic.twitter.com/IMnSEb4rio
— AnnyArun (@anny_arun) July 28, 2022
advertisement
আরও পড়ুন : বরফের ঢালে পেটে ভর দিয়ে সাতসকালে পেঙ্গুইনদের কাজে যাওয়ার তাড়া! অ্যান্টার্কটিকার ভাইরাল ভিডিও দেখুন
And finally bride and groom take their place. Though they are dead, dont think that atmosphere will be like the funeral!! Its not. Its as jovial as any other marriage. Everyone cracking jokes and keep the mood high. Its a celebration of marriage. pic.twitter.com/MoUYIv2gnl
— AnnyArun (@anny_arun) July 28, 2022
advertisement
দু’জন মৃতের বিয়ে হচ্ছে মানে এই নয় যে পরিবেশ শোকাচ্ছন্ন৷ বরং বিয়েবাড়ির মতোই হাস্যকলরবে মুখরিত থাকে পারিপার্শ্বিক ৷ তবে শিশু ও অবিবাহিতদের এই বিয়ে দেখতে দেওয়া হয় না৷ থাকে ভুরিভোজের আয়োজনও৷ ফিশফ্রাই, চিকেন সুক্কা, কাডলে বালিয়ার, মাটন গ্রেভি ছিল ডায়েটে ৷
Finally yummy food. Fish fry, Chicken Sukka, Kadle Balyar, Mutton gravy with idly 😍
And the couple 'lives' happily ever after! Probably in the afterlife! pic.twitter.com/rDUfW8foer — AnnyArun (@anny_arun) July 28, 2022
advertisement
এই বিয়েতেও প্রার্থনা ও শুভকামনা জানানো হয় যাতে দম্পতি চিরতরে সুখে শান্তিতে থাকে৷
Location :
First Published :
July 30, 2022 8:10 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bizarre Wedding: মৃত্যুর ৩০ বছর পর সাতপাকে বাঁধা পড়লেন শোভা এবং চণ্ডাপ্পা