বড় শহরে সকাল সন্ধ্যায় অফিসটাইমে যানজট নিত্য সমস্যা৷ কানের কাছে তীব্র হর্নের শব্দ আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে বিরক্তিকে ৷ কিন্তু জানেন কি সুদূর অ্যান্টার্কটিকাতেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সকালে ব্যস্ততা তুঙ্গে ওঠে৷ কিন্তু শীতলতম জনবিরল মহাদেশে কীসের এত ব্যস্ততা? সে ব্যস্ততা পেঙ্গুইনদের ৷ তাদের কাজের তাড়া মন জয় করেছে নেটিজেনদের ৷ অচিরেই ভাইরাল এক দঙ্গল পেঙ্গুইনদের কাজে যাওয়ার ভিডিও৷
ভিডিওটি প্রথমে শেয়ার করা হয়েছে ট্যুইটারে ৷ তার পর তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের বিভিন্ন শাখায় ৷ সেখানে দেখা যাচ্ছে অসংখ্য পেঙ্গুইন পেটের উপর ভর দিয়ে পিচ্ছিল বরফের ঢাল বেয়ে এগিয়ে যা্ছে৷ যেন পার্কে স্লিপে চড়েছে বাচ্চারা ৷ তাদের উপর দিয়ে চক্কর কেটে যাচ্ছে বরফদেশের পাখিদের দল ৷ গম্ভীরমুখো পেঙ্গুইনদের কাজের জায়গায় পৌঁছনর তাড়া দেখে হাসির রোল নেটদুনিয়ায়৷ শেয়ার করা ভিডিওর ক্যাপশন দেওয়া হয়েছে ‘অ্যান্টার্কটিকায় সাতসকালের ব্যস্ততা’৷
Antarctic morning rush.. 😅 pic.twitter.com/oCs9dZpDKh
— Buitengebieden (@buitengebieden) July 24, 2022
আরও পড়ুন : লকডাউনে ঘরে বসে নিজের হাতে তৈরি করা বিমানে সপরিবার ইউরোপ সফর করলেন যুবক
নেটিজেনদের মন ও মনোযোগ দুই-ই নেটিজেনদের জয় করে নিয়েছে ৷ একজন লিখেছেন ‘এই দৃশ্য মনোমুগ্ধকর’৷ আর একজনের জিজ্ঞাসা পেঙ্গুইনরা কোথায় যাচ্ছে? ওরা কি খেলছে? কোনও কোনও পেঙ্গুইন একদিকে যাচ্ছে৷ বাকিদের গন্তব্য বিপরীত দিক ৷ কিন্তু কেন এই স্লিপ স্লিপ খেলা? সে কারণও জানিয়েছেন এক নেটিজেন ৷ তাঁর মতে, বরফের উপরে হাঁটার বদলে এ ভাবে গেলে সময় অনেক কম লাগে ৷
আরও পড়ুন : ৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল ঘাড়, নিখরচায় অস্ত্রোপচারে পাকিস্তানি কিশোরীর নতুন জীবন ভারতের চিকিৎসকের হাতে
চিরশীতল দেশের বাসিন্দাদের সকালের ব্যস্ততা নিয়ে আপনার কী মত?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Penguin, Viral Video