Pakistani Girl with Neck Bent : ৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল ঘাড়, নিখরচায় অস্ত্রোপচারে পাকিস্তানি কিশোরীর নতুন জীবন ভারতের চিকিৎসকের হাতে

Last Updated:

Pakistani Girl with Neck Bent : আফশিনের বয়স এবং যন্ত্রণা দুই-ই বেড়েছে ৷ শেষ পর্যন্ত চিকিৎসার অর্থের সংস্থান করতে না পেরে তার বাবা মা কার্যত হাল ছেড়ে দেন ৷

Pakistani Girl with Neck Bent
Pakistani Girl with Neck Bent
নয়াদিল্লি : স্কুলে গিয়ে কোনওদিন বন্ধুদের সঙ্গে খেলতে পারেনি ১৩ বছর বয়সি আফশিন গুল ৷ পাকিস্তানের সিন্ধ প্রদেশের এই বাসিন্দার শৈশব ও কৈশোর যন্ত্রণাক্লীষ্ট ৷ যন্ত্রণার বীজ বপন হয়েছিল সে যখন মাত্র ১০ মাসের ৷ দুধের শিশু আফশিন সে সময় পড়ে গিয়েছিল তার দিদির কোল থেকে ৷ তার পর থেকেই চিরতরে ত্রুটি থেকে যায় ঘাড়ে ৷ তার ঘাড় ৯০ ডিগ্রি বেঁকে যায় ৷ এর পর তার বাবা-মা বহু চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন ৷ কিন্তু সুরাহা হয়নি ৷ শুধু আফশিনের বয়স এবং যন্ত্রণা দুই-ই বেড়েছে ৷ শেষ পর্যন্ত চিকিৎসার অর্থের সংস্থান করতে না পেরে তার বাবা মা কার্যত হাল ছেড়ে দেন ৷
যন্ত্রণা আরও তীব্র করতে এর পর সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয় এই সিন্ধবাসী কিশোরী ৷ বিকৃত ঘাড় এবং সেরিব্রাল পালসির সাঁড়াশি আক্রমণে তার জীবনে স্তব্ধ হয়ে যায় পড়াশোনা-সহ আরও অনেক স্বাভাবিক যাপন ৷ অবশেষে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেল এই কিশোরী ৷ তার পাশে এসে দাঁড়ালেন সীমান্তের এ পারের এক চিকিৎসক ৷ জানালেন তিনি অস্ত্রোপচারে সুস্থ করে তুলবেন পাক কিশোরীকে ৷
advertisement
চিকিৎসকের নাম ডক্টর রাজাগোপাল কৃষ্ণণ ৷ দিল্লির অ্যাপোলো হাসপাতালের এই চিকিৎসক মার্চে জানান তিনি সম্পূর্ণ নিখরচায় সুস্থ করে তুলবেন আফশিনকে ৷ নিজের লক্ষ্যে সফল হয়েছেন চিকিৎসক ৷ সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে আফশিনের ঘাড়ে ৷ তাঁর দাবি, বিশ্বে এই ধরনের অস্ত্রোপচার এই প্রথম ৷
advertisement
আরও পড়ুন : মায়ের প্রয়াণে ফের বিয়ে বাবার,পরিত্যক্ত সেই মেয়ের বাজিমাত দশম শ্রেণীর পরীক্ষায়
কিন্তু আফশিনের কথা জানলেন কী করে চিকিৎসক কৃষ্ণণ? তাঁদের মধ্যে যোগাযোগের সেতু ছিল সংবাদমাধ্যম ৷ ব্রিটিশ সাংবাদিক আলেকজান্দ্রিয়া থমাস প্রতিবেদন প্রকাশ করেন আফিশনকে নিয়ে ৷ তাঁর মাধ্যমে আফশিনের পরিবারের যোগাযোগ হয় চিকিৎসক কৃষ্ণণের সঙ্গে ৷ কৃষ্ণণের ভূমিকায় মুগ্ধ কিশোরীর পরিবার ৷ তার ভাই ইয়াকুব কম্বর বিবিসি-কে বলেছেন " আমরা খুব খুশি যে চিকিৎসক আমার বোনে নতুন জীবন দিয়েছেন ৷ আমাদের কাছে উনি একজন দেবদূত ৷ " অস্ত্রোপচারের জন্য আফশিনকে নিয়ে ভারতে এসেছিল তাঁর পরিবার ৷ তাঁদের যাত্রার ব্যয় বহন করেছিল অনলাইন ফান্ডরেজার ৷
advertisement
আরও পড়ুন : অফিস না মরণফাঁদ! কোনও অফিসে কর্মীর সঙ্গে এমনটা হয়, দেখুন ভাইরাল ভিডিও
আফশিনের ঘাড়কে তার ঠিক অবস্থানে আনতে একাধিক অস্ত্রোপচার করা হয় ৷ মূল অস্ত্রোপচারের আগে চার বার বড় অস্ত্রোপচার করা হয় ৷ তার পর মূল অস্ত্রোপচার করা হয় ফেব্রুয়ারিতে ৷ মূল অস্ত্রোপচারে মোট সময় লেগেছিল ৬ ঘণ্টা ৷ চিকিৎসক কৃষ্ণণ জানিয়েছেন যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল এই অস্ত্রোপচার ৷ কারণ অস্ত্রোপচার চলাকালীন মৃত্যুও হতে পারত কিশোরীর ৷ তবে উপযুক্ত চিকিৎসা ছাড়া আফশিনের আয়ু যে বেশি দিন ছিল না, সে কথাও জানিয়েছেন তিনি ৷ প্রতি সপ্তাহে তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ রাখেন চিকিৎসক কৃষ্ণণ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Pakistani Girl with Neck Bent : ৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল ঘাড়, নিখরচায় অস্ত্রোপচারে পাকিস্তানি কিশোরীর নতুন জীবন ভারতের চিকিৎসকের হাতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement