CBSE Class X Result : মা মারা যাওয়ার পর ফের বিয়ে বাবার, দাদু দিদিমার কাছে বড় হওয়া পরিত্যক্ত সেই মেধাবী কন্যার তাক লাগানো ফল দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায়

Last Updated:

CBSE Class X Result : নাতনির সাফল্যে উচ্ছ্বসিত বৃদ্ধা সেখানে বলছেন তিনি এই মুহূর্তে অত্যন্ত আনন্দিত ৷ প্রসঙ্গত তাঁর এই সাক্ষাৎকারের ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷

প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে তার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা
প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে তার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা
পটনা : মা প্রয়াত হওয়ার পর মুখ ফিরিয়ে নিয়েছিলেন বাবা । পটনার শ্রীজা বড় হয়ে ওঠে দাদু দিদার কাছে ৷ সেদিনের শিশু আজ কিশোরী ৷ সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সে ৷ প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে তার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷ সৃজার সাফল্যে ট্যুইট করে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি ৷ তিনি শ্রীজা এবং তার গর্বিত দিদিমার সাক্ষাৎকার শেয়ার করেছেন ট্যুইটারে ৷ নাতনির সাফল্যে উচ্ছ্বসিত বৃদ্ধা সেখানে বলছেন তিনি এই মুহূর্তে অত্যন্ত আনন্দিত ৷ প্রসঙ্গত তাঁর এই সাক্ষাৎকারের ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷
শ্রীজার সাফল্য শেয়ার করে বরুণ লিখেছেন " ত্যাগ ও সমর্পণের অদ্ভুত কাহিনি ! মায়ের ছায়া সরে যাওয়ার পর যে শিশুর পাশ থেকে বাবা সরে যায়, সে তার দাদু দিদার বাড়িতে পরিশ্রমের তুঙ্গে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে ৷ এই কন্যার দশম শ্রেণীর পরীক্ষায় ৯৯.৪ শতাংশ নম্বর পাওয়ার অর্থ হল কোনও প্রতিবন্ধকতাই প্রতিভার বিকাশপথকে রুদ্ধ করতে পারে না ৷ " মেধাবী শ্রীজাকে সাহায্য করতে পারলে তাঁর ভাল লাগবে বলে লিখেছেন বরুণ ৷
advertisement
আরও পড়ুন :  লোকাল ট্রেনের কামরা থেকে যাতে টিভি খোয়া না যায়, বিশেষ নজরদারি পূর্ব রেলের
সংবাদমাধ্যমকে বৃদ্ধা জানিয়েছেন তাঁর মেয়ের মৃত্যুর পর নাতনিকে রেখে জামাই চলে যায় ৷ তার পর থেকে তাঁরা আর কোনওদিন জামাইয়ের মুখ দেখেননি ৷ আনন্দের মুহূর্তে গর্বিত দিদিমার গলায় শ্লেষ ঝরে পড়ছে ৷ তিনি বলেছেন, তাঁর জামাই আবার বিয়ে করেছেন ৷ তবে বোর্ড পরীক্ষার এই ফলাফল দেখার পর নিশ্চয়ই কৃতকর্মের জন্য তাঁর অনুশোচনা হচ্ছে ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় ১০০% নম্বর মেয়ের! মায়ের মুখ উদ্বেগে কালো
সমাজ মাধ্যমে নেটিজেনরা আপ্লুত শ্রীজার এই সাফল্যে ৷ তাঁরা অভিনন্দন জানিয়েছেন কিশোরী এবং তাঁর দাদু দিদিমাকে৷ তাঁদের কথায়, শ্রীজা তাঁর দাদু দিদিমার মুখ উজ্জ্বল করেছে ৷ এবং ভবিষ্যতেও তিনি তাঁদের গর্বিত করবেন ৷ আশা নেটাগরিকদের ৷ ডিএভি স্কুলরে ছাত্রী সৃজা আপাতত বিভোর বড় হয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
CBSE Class X Result : মা মারা যাওয়ার পর ফের বিয়ে বাবার, দাদু দিদিমার কাছে বড় হওয়া পরিত্যক্ত সেই মেধাবী কন্যার তাক লাগানো ফল দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায়
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement