TV in Local Train: লোকাল ট্রেনের কামরা থেকে যাতে টিভি খোয়া না যায়, নজরদারিতে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

Last Updated:

TV in Local Train: কেউ লোকাল ট্রেনের কামরা থেকে যাতে টিভি খুলে না নিয়ে চলে যায় সেটিই নজরে রাখা হচ্ছে । পূর্বে লোকাল ট্রেনের কামরা থেকে ফ্যান খুলে নেওয়ার ঘটনা বহু ঘটেছে

নজরদারির ব্যবস্থা রাখছে পূর্ব রেল
নজরদারির ব্যবস্থা রাখছে পূর্ব রেল
কলকাতা : লোকাল ট্রেনের কামরায় এলইডি বসানো হয়েছে সোমবারই। আর এর পরই দায়িত্ব বেড়েছে রেলরক্ষীদের ৷ সজাগ থাকতে হচ্ছে কারশেডের কর্মীদেরও। কারণ কেউ লোকাল ট্রেনের কামরা থেকে যাতে টিভি খুলে না নিয়ে চলে যায় সেটিই নজরে রাখা হচ্ছে । পূর্বে লোকাল ট্রেনের কামরা থেকে ফ্যান খুলে নেওয়ার ঘটনা বহু ঘটেছে । রেল আধিকারিকরা অবশ্য বলছেন, এখন আর আগের অবস্থা নেই ৷ তাই লোকাল ট্রেনে টেলিভিশন খুলে নিয়ে যাবেন এমনটা ভাবছেন না ট্রেনের যাত্রীরা।এরই মধ্যে অবশ্য নজরদারির ব্যবস্থা রাখছে পূর্ব রেল।
যে ট্রেনে টেলিভিশন বসানো হয়েছে, সেই ট্রেনে থাকবেন যে সংস্থার মাধ্যমে টেলিভিশন বসানো হয়েছে, সেই বেসরকারি এজেন্সির প্রতিনিধিরা ৷ এ ছাড়া রাতের ট্রেনে কামরায় বিষয়টি দেখে নেবে রেল পুলিশ। এ ছাড়া ওই ট্রেন যখন গিয়ে কারশেডে পৌঁছবে তখনও দেখা হবে। যদি কোনও টিভি নির্দিষ্ট জায়গায় না থাকে, তা হলে তৎক্ষণাৎ রেলরক্ষী বাহিনী ও লাইসেন্সিদের জানানো হবে।
advertisement
ইতিমধ্যেই এই বিষয়ে তৎপরতা শুরু হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, " নির্বাক সিনেমা দেখানো হচ্ছে। দর্শকদের দেখেও ভাল লাগছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন যদি কেউ সম্পত্তি নষ্ট করতে চান তাঁদের ব্যাপারে। আমাদের আশা মানুষের ভাল লাগবে। সাধারণত, রাতের লোকাল ট্রেনেও আরপিএফ এবং জিআরপি মোতায়েন থাকে। ফলে তাঁরা নজরদারি চালাবেন। সোমবার থেকে লোকাল ট্রেনে চালু হয়েছে টেলিভিশন। পূর্ব রেলের হাওড়া ডিভিশন প্রথম এই ব্যবস্থা চালু করেছে। ধাপে ধাপে বাকি ডিভিশনেও লোকাল ট্রেন বা ইএমইউ-তে থাকতে চলেছে টেলিভিশন। "
advertisement
advertisement
আরও পড়ুন :  জামিনের আবেদন খারিজ, ১০ দিনের ইডি হেফাজতে থাকবেন পার্থ ও অর্পিতা
সোমবার থেকে হাওড়া স্টেশনে চালু হয়ে গিয়েছে এই ট্রেন ইনফোটেনমেন্ট। প্রতিটি কোচের একেবারে শেষ দুটি প্রান্তে দুটো করে মোট চারটি এলইডি টিভি বসছে । প্রতিটি টিভির মাপ হচ্ছে ২৭ ইঞ্চির মাপে। টিভির স্ক্রিনের মোট মাপের একটি অংশে যাত্রীরা দেখতে পাবেন নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান ৷ খেলা, শর্ট ফিল্ম, নানা সিনেমার প্রোমো, সিনেমার গুরুত্বপূর্ণ অংশ, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা। দেখানো হবে রেলের নানা পরিষেবামূলক অনুষ্ঠান৷ তবে মূল অংশ জুড়ে আসলে রেল নানা বাণিজ্যিক ভিজুয়াল দেখিয়ে উপার্জন করতে চায় ৷ রেল সূত্রে জানানো হয়েছে, যা যা ঘোষণা করা হয়, সেগুলিই টিভিতে দেখানো হবে । যেমন, টিকিট কেটে যাতায়াত করুন, রেললাইন পারাপার করবেন না, কামরায় ধূমপান না করা, কামরায় মদ্যপান না করা, বেআইনি সামগ্রী রেলের কামরায় না বহন করার মতো সতর্কবার্তার প্রচার চলবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TV in Local Train: লোকাল ট্রেনের কামরা থেকে যাতে টিভি খোয়া না যায়, নজরদারিতে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement