Partha Chatterjee: কলকাতায় ফিরলেন পার্থ, নিয়ে যাওয়া হল সিজিও-তে, অর্পিতার সামনে বসিয়ে টানা জেরার সম্ভাবনা

Last Updated:

বিমানবন্দর থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে৷

ভুবনেশ্বর থেকে ফেরার পর কলকাতা বিমানবন্দরে পার্থ চট্টোপাধ্যায়৷
ভুবনেশ্বর থেকে ফেরার পর কলকাতা বিমানবন্দরে পার্থ চট্টোপাধ্যায়৷
#কলকাতা: ভোর বেলা ভুবনেশ্বর থেকে রওনা দিয়ে সকাল বেলাই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় পৌঁছে গেল ইডি৷ সোমবার রাতে ভুবনেশ্বর এইমস-এই রাখা হয় ধৃত মন্ত্রীকে৷ এর পর পরিকল্পনা অনুযায়ী আজ সকালের বিমানেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়৷
বিমানবন্দর থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে৷ গতকালই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত৷
advertisement
সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে টানা জেরা করতে পারেন ইডি গোয়েন্দারা৷ দু' জনকে মুখোমুখি বসিয়েও জেরার সম্ভাবনা রয়েছে৷ কারণ, শনিবার সকালে গ্রেফতারির পর থেকে সেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে জেরার সুযোগ পায়নি ইডি৷
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যায় ইডি৷ যদিও স্বাস্থ্য পরীক্ষার পর এইমস-এর চিকিৎসকরা জানিয়ে দেন, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা গুরুতর কিছু নয়৷ ফলে তাঁকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই৷ সেই রিপোর্ট জমা পড়ে ইডি-র বিশেষ আদালতে৷ শুনানির পর পার্থ চট্টোপাধ্যায়কে ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত৷
advertisement
এ দিন ভোর সাড়ে চারটে নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছয় ইডি৷ ভোর ৫.৪০-এর বিমানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কলকাতায় রওনা দেন ইডি আধিকারিকরা৷ সাড়ে ছ'টা নাগাদ কলকাতায় পৌঁছয় সেই বিমান৷
advertisement
ইডি ইতিমধ্যেই আদালতে শুনানি চলাকালীন দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় যে পূর্ব পরিচিত, তার প্রমাণ হিসেবে বেশ কিছু নথি তাদের হাতে এসেছে৷ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস কী এবং তা আসলে কার, এ সব কিছুই জানতে চান ইডি আধিকারিকরা৷ এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই পার্থ এবং অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে৷ ইডি-র জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক নিজে জেরার সময় উপস্থিত থাকতে পারেন বলেই সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: কলকাতায় ফিরলেন পার্থ, নিয়ে যাওয়া হল সিজিও-তে, অর্পিতার সামনে বসিয়ে টানা জেরার সম্ভাবনা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement