Viral Video : উড়ন্ত বিমানে খাবারে সাপের মাথা! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video : সানএক্সপ্রেস সংস্থার সেই উড়ানেই এই অভিযোগ কেবিন ক্রু-দের

একটি খাবারের থালায় সব্জি ও আলুর মধ্যে পড়ে আছে সাপের মাথা
একটি খাবারের থালায় সব্জি ও আলুর মধ্যে পড়ে আছে সাপের মাথা
মাঝ আকাশে উড়ন্ত বিমানে খাবারে সাপের মাথা! এক টার্কিশ এয়ারলাইন্সের বিরুদ্ধে এমনই অভিযোগ কর্মীদের ৷ গত ২১ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে বিমানটি উড়েছিল জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশে৷ সানএক্সপ্রেস সংস্থার সেই উড়ানেই এই অভিযোগ কেবিন ক্রু-দের ৷
উড়ানকর্মীদের অভিযোগ, তাঁরা উড়ানে পরিবেশন করার জন্য খাবার তৈরি করছিলেন ৷ সে সময় দেখতে পান একটি খাবারের থালায় সব্জি ও আলুর মধ্যে পড়ে আছে সাপের মাথা৷ সংবাদমাধ্যমে প্রকাশিত, সানএক্সপ্রেসের সঙ্গে জড়িত কেটারিং সংস্থা স্যানক্যাক ইনফ্লাইট খাবার পরিবেশন করেছে ৷ যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আধখাওয়া খাবারের মধ্যে একটি ছিন্ন সর্পমস্তক দেখা যাচ্ছে বটে ! স্বভাবতই খাবারের ওই অবস্থায় ফ্লাইট অ্যাটেড্যান্টের কাজ শিকেয় ওঠে ৷
advertisement
advertisement
এই খবর প্রকাশ্যে আসতেই সানএক্সপ্রেস উড়ান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে এই মর্মে তদন্ত শুরু হয়েছে৷ জানানো হয়েছে, উড়ানে অতিথি হোক বা কর্মী, সেরা গুণমানের পরিষেবাই সংস্থার কাছে শেষ কথা ৷ এই ঘটনা তাদের কাছে সম্পূর্ণ অনভিপ্রেত এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় ৷ অন্যদিকে সংস্থার দাবি, উচ্চ তাপমাত্রায় রান্না করা তাঁদের খাবারে সাপের মাথার মতো কোনও জিনিস থাকতেই পারে না ৷
advertisement
আরও পড়ুন :  জলসোহাগের শার্শি নিয়ে ট্রেন চলল মেঘপিওনের দেশে, দেখুন বর্ষার কু-ঝিক-ঝিক ছবি
তবে খাবার নিয়ে সান এক্সপ্রেসের কর্মীদের অভিযোগ প্রথম নয় ৷ এর আগেও উড়ানে পরিবেশিত খাবারে শামুক এবং কীটপতঙ্গ পাওয়া গিয়েছে বলে তাঁদের অভিযোগ ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : উড়ন্ত বিমানে খাবারে সাপের মাথা! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement