Viral Video: নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে এই ভারতীয় গাইলেন ‘দিলবার মেরে’, তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

'Dilbar Mere' song Viral in New York Street: এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা তুমুল ভাইরাল ৷ প্রত্যেকেই প্রশংসা করেছে ভিডিওটির ৷

Photo: Screen grab
Photo: Screen grab
নিউইয়র্ক: নিউ ইয়র্কের রাস্তায় কিশোর কুমারের বিখ্যাত গান ৷ আর তাও আগের থেকে ঠিক থাকা কোনও ‘কনসার্ট’ বা অনুষ্ঠানে নয় ৷ রাস্তায় যেতে যেতে এক আমেরিকান ইউটিউবারের সঙ্গে হঠাৎ করেই গেয়ে উঠলেন এক ভারতীয় ৷ সেই গানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল !
অমিতাভ বচ্চন অভিনীত আটের দশকের ছবি ‘সত্তে পে সত্তা’-র বিখ্যাত গান ‘দিলবার মেরে’ (Dilbar Mere) ৷ কিশোর কুমারের গাওয়া এই গান আজও পুরনো হয়নি ৷ ঘটনাটি এবার ঠিক কী ঘটেছিল বলা যাক ৷ নিউইয়র্কের রাস্তায় এক ইউটিউবার গিটার হাতে দাঁড়িয়েছিলেন ৷ পথ চলতি মানুষদের ডেকে অনুরোধ করছিলেন, তাঁর সঙ্গে কোনও গান গাওয়ার জন্য ৷ কিন্তু নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় তখন কেউই তাতে রাজি হচ্ছিলেন না ৷ সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন গৌরাঙ্গ নামের এক ভারতীয় যুবক ৷ তিনিও নিজের কাজেই যাচ্ছিলেন ৷ ইউটিউবারের অনুরোধ প্রথমে না করে কিছুদূর এগিয়েও যান তিনি ৷ পরে আবার ফিরে আসেন ৷
advertisement
advertisement
গৌরাঙ্গকে ফিরে আসতে দেখে খুশি হন গিটার হাতে দাঁড়ানো ইউটিউবার রেজিনাল্ড গিলোমে (Reginald Gillaume) ৷ তিনি গৌরাঙ্গকে জিজ্ঞেস করেন, কোন গানটি গাইবেন ৷ কিন্তু গৌরাঙ্গ সাফ জানিয়ে দেন, তিনি কোনও ইংরেজি গান জানেন না ৷ তাঁর পক্ষে শুধু হিন্দি গানই গাওয়া সম্ভব ৷ তা শুনে রেজিনাল্ড বলেন, কোনও অসুবিধা নেই ৷ বলিউডের কোন গান গাইবেন সেটা জিজ্ঞেসও করেন ৷ শুধু বলেন, যে গানই তিনি করেন না কেন, তার মিউজিক  একটু আগের থেকে শুনিয়ে দিলে রেজিনাল্ডের পক্ষে সুবিধা হবে বাজাতে ৷ সেইমতোই ইউটিউবে আগে গানটি একটু শুনে নেন ওই ইউটিউবার ৷
advertisement
ব্যস তারপর আর দেরি না করে ‘দিলবার মেরে’ নিউইয়র্কের ব্যস্ত রাস্তাতে দাঁড়িয়ে গেয়েই ফেলেন গৌরাঙ্গ ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা তুমুল ভাইরাল ৷ প্রত্যেকেই প্রশংসা করেছে ভিডিওটির ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে এই ভারতীয় গাইলেন ‘দিলবার মেরে’, তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement