সন্তানদের স্কুলে পাঠিয়ে পর্ন ফিল্ম শ্যুট করতেন বাবা-মা ! সমস্যা এল অন্য অভিভাবকদের তরফে

Last Updated:

Couple Secretly Work in Porn Films: ইংল্যান্ডের ওই দম্পতি জানিয়েছেন কিছু দিন আগেও তাঁরা এই পেশায় ছিলেন না।

Photo: Instagram
Photo: Instagram
#লন্ডন: নিজেদের বাড়িতেই প্রাপ্তবয়স্কদের ভিডিও অর্থাৎ পর্নোগ্রাফি ফিল্মের শ্যুটিং করতেন এক দম্পতি। ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে নিজেদের বাড়িতেই চলত পর্নোগ্রাফি ছবির শ্যুটিং। গত কয়েক মাসে সেই ভিডিও বিক্রি করে তাঁরা প্রায় ৫ লক্ষ পাউন্ড উপার্জন করে ফেলেছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি টাকার সমান। ইংল্যান্ডের (England) সাউথএন্ড (Southend) অন সি-র বাসিন্দা জেস (Jess) এবং মাইক মিলার (Mike Miller) পর্নোগ্রাফি ছবির ভিডিও বিক্রি করে এই টাকা উপার্জন করেছেন। কিন্তু বর্তমানে তাঁরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। কারণ তাঁদের এই উপার্জনের বিষয়টিকে অনেকেই ভালো চোখে দেখছেন না। বিশেষ করে তাঁদের সন্তানদের স্কুলের অন্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।
advertisement
ইংল্যান্ডের ওই দম্পতি জানিয়েছেন, কিছু দিন আগেও তাঁরা এই পেশায় ছিলেন না। ৩২ বছরের জেস মেক আপ শিল্পী হিসাবে কাজ করতেন, যা থেকে উপার্জন ছিল অনিয়মিত। ৩৩ বছরের মাইক কাজ করতেন বিভিন্ন অনুষ্ঠানে চুক্তিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট সহকারী হিসাবে। এই কাজ করে ওই দম্পতি প্রতি মাসে প্রায় ২ হাজার পাউন্ড উপার্জন করতেন। আর এখন পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে তাঁদের উপার্জন প্রতি মাসে অন্তত ৩০ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০ লাখ টাকার সমান। এই ভিডিও বানিয়ে গত কয়েক মাসে তাঁদের উপার্জন হয়েছে ৫ লক্ষ পাউন্ডের বেশি। যা দিয়ে ওই দম্পতি একটি মার্সিডিজ এবং একটি ফিয়াট গাড়ি কিনেছেন। তাঁরা তাঁদের পুরনো বাড়িটিকেও মেরামত করেছেন।
advertisement
advertisement
কিন্তু সম্প্রতি ওই দম্পতিকে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁরা তাঁদের সন্তানদের স্কুল থেকে আনতে গেলে সবাই কাজ থামিয়ে তাঁদের দিকে তাকিয়ে থাকেন, তাঁদের ঘিরে চারিদিকে একটা গুঞ্জন শুরু হয়। প্রথমে তাঁরা এই বিষয়ে পাত্তা না দিলেও ধীরে ধীরে তাঁদের অস্বস্তি বাড়তে থাকে। জেস এবং মাইক দু'জনেই এর ফলে সমস্যায় পড়েছেন। জেস অবশ্য জানিয়েছেন পেশার স্বার্থে যে তাঁরা পর্নোগ্রাফি ভিডিও তৈরি করছেন, তা তাঁদের সন্তানেরা জানে। জেসের প্রথম পক্ষের স্বামীর ওই দুই সন্তানের এই বিষয়ে কোনও আপত্তি নেই। তাদের একজনের বয়স ৭ এবং অন্যজনের বয়স ১১ বছর। জেস জানিয়েছেন ছোট বাচ্চাটির এখনও এসব বোঝার বয়স না হলেও, তাঁরা তাকে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। বড় বাচ্চাটি ১১ বছরের হলেও সে সেই ইঙ্গিত বুঝে নিয়ে তার মাকে জানিয়েছে, তাঁরা যদি এতে ভালো থাকেন, তাহলে সে-ও খুশি!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সন্তানদের স্কুলে পাঠিয়ে পর্ন ফিল্ম শ্যুট করতেন বাবা-মা ! সমস্যা এল অন্য অভিভাবকদের তরফে
Next Article
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE