Holiday in Durga Puja 2023 Hill Station: দার্জিলিং-গ্যাংটক ভুলে যাবেন, এবার পুজোয় মাত্র ১২০০ টাকায় এই পাহাড়ি গ্রাম! মনে হবে যেন স্বর্গ

Last Updated:

Holiday in Durga Puja 2023 Hill Station: ইতিমধ্যেই গরমের হাত থেকে বাঁচতে অনেকেই পাড়ি জমিয়েছেন উত্তরবঙ্গ। অনেকেই চাইছেন এই গরমে খানিকটা স্বস্তির জন্য পাহাড় থেকে ঘুরে আসতে।

কলকাতা: পুজোর ছুটি হোক কিংবা ক্রিসমাসের ছুটি অথবা বছরে দু-একদিনের ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন ভ্রমণ প্রিয় বাঙালিরা। কখনো এই ভ্রমণের ডেস্টিনেশন(Destination) থাকে পাহাড়, কখনো বা সমুদ্র কিংবা কোনো জঙ্গল। যদিও অনেকে নিরিবিলিতে সময় কাটাতে বেশি ভালোবাসেন। তবে পাহাড় যারা ভালবাসেন, আজকের প্রতিবেদন তাদের জন্য।
ইতিমধ্যেই গরমের হাত থেকে বাঁচতে অনেকেই পাড়ি জমিয়েছেন উত্তরবঙ্গ। অনেকেই চাইছেন এই গরমে খানিকটা স্বস্তির জন্য পাহাড় থেকে ঘুরে আসতে। একটা সময় বাঙালির কাছে পাহাড় দর্শন মানেই ছিল দার্জিলিং কিংবা কালিম্পং বা গ্যাংটক। তবে বর্তমান সময়ে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এইসব শৈল শহরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটু অচেনা পর্যটনকেন্দ্রগুলি।
advertisement
advertisement
আপনিও কি পুজোর ছুটিতে বেড়ানোর জন্য খুঁজছেন এমন কোনও অফবিট জায়গা? তাহলে আজ এই প্রতিবেদনে আপনাকে সেই জায়গারই খোঁজ দিতে চলেছি আমরা। আমাদের আজকের ডেস্টিনেশন দারাগাঁও (Daragaon)। পাহাড়ে ঘেরা এই ছোট্ট গ্রামটি খুবই মনোমুগ্ধকর। এই এলাকার চারপাশ জুড়ে রয়েছে লম্বা লম্বা পাইন গাছ। এছাড়াও তিস্তা নদী এখানকার অন্যতম আকর্ষণ। এই গ্রাম ঘিরে আছে সিঙ্কোনা গাছ।
advertisement
উপরি পাওনা কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাতে আপনারা দর্শন করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। টাইটানিক ভিউ পয়েন্ট রয়েছে খুব কাছেই। আপনার মন জয় করার জন্য সেখানে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাহাড়। কালিম্পং, লাভা, লোলেগাঁও কিংবা পেডং এর মতো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন দারাগাঁও থেকেই। এছাড়াও এখানে রয়েছে ট্রেকিং করার সুবিধা। কাছেই ডেলো পাহাড়। ইচ্ছে করলেই সেখান থেকে ঘুরে আসা যায়।
advertisement
এই জায়গায় ছিমছাম ও সুন্দর কিছু হোম স্টে রয়েছে থাকার জন্য। বারোশো টাকা প্রতি রাত্রি পিছু খরচে আপনি থাকতে পারেন। দারাগাঁও শিলিগুড়ি থেকে ৮২ কিলোমিটার ও কালিম্পং থেকে ১৭ কিলোমিটার। শেয়ারে কিংবা গাড়ি বুক করে আপনারা সহজেই এই জায়গায় পৌঁছে যেতে পারেন। আর হারিয়ে যেতে পারেন মেঘরাজ্যে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Holiday in Durga Puja 2023 Hill Station: দার্জিলিং-গ্যাংটক ভুলে যাবেন, এবার পুজোয় মাত্র ১২০০ টাকায় এই পাহাড়ি গ্রাম! মনে হবে যেন স্বর্গ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement