Haridwar Extra Marital Affair Case: তৃতীয় বিয়ের ছক, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে চরম শাস্তি ৫ সন্তানের মায়ের! ঘটনায় তীব্র চাঞ্চল্য...

Last Updated:

Haridwar Extra Marital Affair Case: হরিদ্বারে তৃতীয় বিয়ে করার জন্য স্বামীকে গলা টিপে খুন করেন এক পাঁচ সন্তানের মা। প্রেমিক সলেকের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে খুনের পর দেহ বাগানে ফেলে দেওয়া হয়। বিস্তারিত জানুন...

তৃতীয় বিয়ের ছক, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে চরম শাস্তি ৫ সন্তানের মায়ের! ঘটনায় তীব্র চাঞ্চল্য...AI Image
তৃতীয় বিয়ের ছক, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে চরম শাস্তি ৫ সন্তানের মায়ের! ঘটনায় তীব্র চাঞ্চল্য...AI Image
হরিদ্বার: শান্ত মনে ঘুমোচ্ছিলেন প্রদীপ, কখনও ভাবেননি যে যাঁর সঙ্গে দশ বছরের দাম্পত্য, সেই স্ত্রী-ই হয়ে উঠবে তাঁর মৃত্যুর কারণ। উত্তরাখণ্ডের হরিদ্বারের পাথরি থানা এলাকার এই ঘটনাটি যেন সিনেমাকেও হার মানায়।
৪৮ বছরের ই-রিকশা চালক প্রদীপের মৃতদেহ ১৪ জুলাই পাওয়া যায় গ্রামের এক বাগানে। মৃতদেহটি পড়ে ছিল নির্জন জায়গায়, যা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পুলিশে খবর যায়। তদন্তে নামে হরিদ্বার পুলিশ।
advertisement
advertisement
প্রদীপের ভাতিজা মাঙ্গেরামের অভিযোগেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, প্রদীপের স্ত্রী রীনার আচরণ কিছুদিন ধরেই অস্বাভাবিক ছিল। রীনার এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামীর মৃত্যু হয়েছিল অসুস্থতার কারণে। কিন্তু দ্বিতীয় বিয়ের কয়েক বছর পর থেকেই গ্রামেরই সলেক নামের এক যুবকের সঙ্গে রীনার ঘনিষ্ঠতা বাড়ে।
প্রেম এতটাই গভীর হয় যে, রীনা তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেয়। আর তার পথে একমাত্র বাধা ছিলেন স্বামী প্রদীপ। তাই সলেকের সঙ্গে মিলে সে সিদ্ধান্ত নেয়, প্রদীপকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার।
advertisement
পুলিশ তদন্তে মোবাইল কল রেকর্ড, গোপন সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে জানতে পারে, প্রদীপকে রাতে ঘুমন্ত অবস্থায় গলা টিপে খুন করা হয়। এরপর তাঁর দেহ ফেলে দেওয়া হয় বাগানে।
খুনের পর থেকেই সলেক গা ঢাকা দেয়, মোবাইলও বন্ধ রাখে। পুলিশ তাকে লক্সর রেলস্টেশন থেকে গ্রেফতার করে এবং পরে রীনাকেও হেফাজতে নেয়। জেরা করতেই দুই অভিযুক্তই স্বীকার করে নেয় তাদের অপরাধ।
advertisement
এই ঘটনা শুধু এক নারকীয় খুনের নয়, এক ভয়ংকর মানসিক অবক্ষয়েরও প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসার মোহে জীবনহানিই হয়ে ওঠে সহজ পথ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Haridwar Extra Marital Affair Case: তৃতীয় বিয়ের ছক, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে চরম শাস্তি ৫ সন্তানের মায়ের! ঘটনায় তীব্র চাঞ্চল্য...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement