Viral Wedding Video: সবার সামনে বিয়ের মঞ্চে বরকে চরম অপমান পাত্রীর! মারা হল ধাক্কা, ছোঁড়া হল গলার মালাও...! দেখুন ভিডিও...

Last Updated:

Viral Wedding Video: বিয়ের মঞ্চে কনে বরকে অপমান করলেন বরমালার সময়। ভিডিও ভাইরাল হওয়ার পর বিয়ে বাতিল হয়। এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে সম্মতি ছাড়া বিয়ে এবং মানসিক চাপে নেওয়া সিদ্ধান্ত নিয়ে...

সবার সামনে বিয়ের মঞ্চে বরকে চরম অপমান পাত্রীর! মারা হল ধাক্কা, ছোঁড়া হল গলার মালাও...! দেখুন ভিডিও...
সবার সামনে বিয়ের মঞ্চে বরকে চরম অপমান পাত্রীর! মারা হল ধাক্কা, ছোঁড়া হল গলার মালাও...! দেখুন ভিডিও...
Viral Wedding Video: একটি বিয়ে, যা হওয়ার কথা ছিল ভালোবাসা আর আনন্দের উৎসব, শেষ পর্যন্ত রূপ নিলো অপমান আর বিচ্ছেদের ঘটনায়। ঘটনাটি ঘটেছে ভারতের এক অজানা শহরে, যেখানে বরমালা অনুষ্ঠানে কনে নিজের আচরণ দিয়ে সবাইকে হতবাক করে দেন।
বিয়ের মঞ্চে কনে প্রথমেই বরমালা ছুঁড়ে ফেলেন, যেন সেটির কোনো মূল্যই নেই। এরপর বর যখন কনের হাত ধরতে চান, তিনি স্পষ্টভাবে সেটি প্রত্যাখ্যান করেন। চোখেমুখে বিরক্তি, ঠোঁটে ঠাট্টার হাসি—এই আচরণ দেখে অতিথিদের মধ্যে কৌতূহল আর কানাঘুষো শুরু হয়ে যায়।
advertisement
advertisement
বর, যিনি ছিলেন পুরোপুরি চুপ, কনের আচরণে অপমানিত হলেও শান্ত থেকে পুরো অনুষ্ঠান চালিয়ে যান। পরে জানা যায়, তিনি ভেবেছিলেন কনে হয়তো কিছু মানসিক চাপে রয়েছেন, কিন্তু বিয়ে করতে প্রস্তুত। দুই পরিবারই অনুষ্ঠান চালিয়ে নেয় সেই ভরসায়।
তবে এই সিদ্ধান্ত বেশিদিন টেকেনি। রাত পোহাতেই বিয়ে বাতিল হয়ে যায়। কারণ? কনের “অনিচ্ছা ও অসম্মতি”। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কনে এই বিয়ে চাননি। ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একজন মন্তব্য করেন, “নিজের সমস্যার জন্য নির্দোষ একজনকে জনসমক্ষে অপমান! কোথায় তার বিবেক?” অন্য একজন বলেন, “এই বর আত্মসম্মান হারালেও পরিবারের মান রাখতে চেয়েছেন।”
advertisement
এই ঘটনার রেশ না কাটতেই বিহারের গোপালগঞ্জে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী “লৌণ্ডা নাচ”-এর সময় বরকে অপহরণ করা হয়! অনুষ্ঠানের উত্তেজনার মধ্যে থেকে বর সোনু কুমার শর্মাকে অতিথিরা মণ্ডপ থেকে তুলে নিয়ে যায়।
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Latest (@latest.ig)

advertisement
এই দুটি ঘটনাই দেখিয়ে দেয়, আজকের দিনে সম্পর্ক শুধু সামাজিক রীতিনীতির নয়, বরং মানসিক প্রস্তুতি ও সম্মতির বিষয়ও বটে। নইলে বিয়ের মতো পবিত্র সম্পর্কও হয়ে ওঠে বিতর্ক আর ভাইরাল ভিডিওর বিষয়।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Wedding Video: সবার সামনে বিয়ের মঞ্চে বরকে চরম অপমান পাত্রীর! মারা হল ধাক্কা, ছোঁড়া হল গলার মালাও...! দেখুন ভিডিও...
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement