Viral Video: স্টেশনের প্ল্যাটফর্মে ‘সাত সমুন্দর পার’ গানে তুমুল নাচ যুবতীর, সঙ্গে আরও একটি ভিডিও না দেখলে চরম মিস !

Last Updated:

Girl dances to Saat Samundar Paar on railway platform: সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নৈহাটি স্টেশনে ইনস্টা রিল ভিডিও বানাতে গিয়ে উল্টেই পড়লেন এক যুবতী ৷ সেই ভিডিওতেই লাইক, কমেন্টের ছড়াছড়ি !

Photo: Instagram
Photo: Instagram
কলকাতা: ইনস্টা রিল ৷ হ্যাঁ, এখন এটাই ‘ইন’ ৷ দেশে টিকটক ব্যান হয়ে যাওয়ার পর ইনস্টা রিলেই মেতেছেন যুবক-যুবতীরা ৷ ভিডিও বানানোর জন্য সবকিছুই করতে রাজি তারা ৷ শপিং মল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, প্লেনের ভিতর, বাসের ভিতর, কোনও জায়গাই বাদ দিচ্ছেন না তারা ৷ উদ্দেশ্য একটাই, একটু যদি বেশি ‘লাইকস’ পাওয়া যায় সোশ্যাল মিডিয়া পোস্টে ৷ ফলোয়ার্স সংখ্যা যেন আরও বাড়ে (Saat Samundar Paar on a railway platform has gone viral on social media) ৷
advertisement
advertisement
advertisement
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নৈহাটি স্টেশনে ইনস্টা রিল ভিডিও (Insta Reel Video) বানাতে গিয়ে উল্টেই পড়লেন এক যুবতী ৷ সেই ভিডিওতেই লাইক, কমেন্টের ছড়াছড়ি !
ওই যুবতীকেই আবার দেখা গিয়েছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলিউডের হিট গান ‘সাত সমুন্দর পার...’ (Saat Samundar Paar) গানে নাচতে ৷  সে কী নাচ ! প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্যান্য অনেক যাত্রীরা বিষয়টা ঠিক বুঝেও উঠতে পারছিলেন না ৷ অনেকে আবার ব্যস্ত সময়ে ট্রেনে চড়া বা নামার আগে এমন দৃশ্য দেখে অবাক ৷ যুবতীর যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে একটিতে দেখা গিয়েছে প্ল্যাটফর্মের মধ্যে নাচতে গিয়ে অন্য আরেক যাত্রীর ধাক্কায় পড়েই গেলেন তিনি ৷ ভিডিওটি অবশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভোলেননি তিনি ৷ ক্যাপশনে লিখেওছেন, ‘ডোন্ট মিস দ্য এন্ড...’ ! অর্থাৎ শেষটা দেখতে ভুলবেন না ৷
advertisement
স্টেশনে সেসময়ে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কেউই ওই যুবতীকে ‘ইগনোর’ করতে পারেননি ৷ কারণ অনেকের কাছেই এমন দৃশ্য ছিল অবাক করে দেওয়ার মতোই ৷ অনেকে আবার বুঝতেও পেরেছেন এটি ইনস্টা রিল ভিডিও শ্যুট করা হচ্ছে ৷ সবমিলিয়ে নিজের ডান্স স্টেপে নৈহাটি স্টেশন একেবারে মাতিয়ে দিয়েছিলেন ওই যুবতী !
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: স্টেশনের প্ল্যাটফর্মে ‘সাত সমুন্দর পার’ গানে তুমুল নাচ যুবতীর, সঙ্গে আরও একটি ভিডিও না দেখলে চরম মিস !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement