Viral Video: স্টেশনের প্ল্যাটফর্মে ‘সাত সমুন্দর পার’ গানে তুমুল নাচ যুবতীর, সঙ্গে আরও একটি ভিডিও না দেখলে চরম মিস !

Last Updated:

Girl dances to Saat Samundar Paar on railway platform: সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নৈহাটি স্টেশনে ইনস্টা রিল ভিডিও বানাতে গিয়ে উল্টেই পড়লেন এক যুবতী ৷ সেই ভিডিওতেই লাইক, কমেন্টের ছড়াছড়ি !

Photo: Instagram
Photo: Instagram
কলকাতা: ইনস্টা রিল ৷ হ্যাঁ, এখন এটাই ‘ইন’ ৷ দেশে টিকটক ব্যান হয়ে যাওয়ার পর ইনস্টা রিলেই মেতেছেন যুবক-যুবতীরা ৷ ভিডিও বানানোর জন্য সবকিছুই করতে রাজি তারা ৷ শপিং মল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, প্লেনের ভিতর, বাসের ভিতর, কোনও জায়গাই বাদ দিচ্ছেন না তারা ৷ উদ্দেশ্য একটাই, একটু যদি বেশি ‘লাইকস’ পাওয়া যায় সোশ্যাল মিডিয়া পোস্টে ৷ ফলোয়ার্স সংখ্যা যেন আরও বাড়ে (Saat Samundar Paar on a railway platform has gone viral on social media) ৷
advertisement
advertisement
advertisement
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নৈহাটি স্টেশনে ইনস্টা রিল ভিডিও (Insta Reel Video) বানাতে গিয়ে উল্টেই পড়লেন এক যুবতী ৷ সেই ভিডিওতেই লাইক, কমেন্টের ছড়াছড়ি !
ওই যুবতীকেই আবার দেখা গিয়েছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলিউডের হিট গান ‘সাত সমুন্দর পার...’ (Saat Samundar Paar) গানে নাচতে ৷  সে কী নাচ ! প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্যান্য অনেক যাত্রীরা বিষয়টা ঠিক বুঝেও উঠতে পারছিলেন না ৷ অনেকে আবার ব্যস্ত সময়ে ট্রেনে চড়া বা নামার আগে এমন দৃশ্য দেখে অবাক ৷ যুবতীর যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে একটিতে দেখা গিয়েছে প্ল্যাটফর্মের মধ্যে নাচতে গিয়ে অন্য আরেক যাত্রীর ধাক্কায় পড়েই গেলেন তিনি ৷ ভিডিওটি অবশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভোলেননি তিনি ৷ ক্যাপশনে লিখেওছেন, ‘ডোন্ট মিস দ্য এন্ড...’ ! অর্থাৎ শেষটা দেখতে ভুলবেন না ৷
advertisement
স্টেশনে সেসময়ে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কেউই ওই যুবতীকে ‘ইগনোর’ করতে পারেননি ৷ কারণ অনেকের কাছেই এমন দৃশ্য ছিল অবাক করে দেওয়ার মতোই ৷ অনেকে আবার বুঝতেও পেরেছেন এটি ইনস্টা রিল ভিডিও শ্যুট করা হচ্ছে ৷ সবমিলিয়ে নিজের ডান্স স্টেপে নৈহাটি স্টেশন একেবারে মাতিয়ে দিয়েছিলেন ওই যুবতী !
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: স্টেশনের প্ল্যাটফর্মে ‘সাত সমুন্দর পার’ গানে তুমুল নাচ যুবতীর, সঙ্গে আরও একটি ভিডিও না দেখলে চরম মিস !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement