Ganesh Chaturthi 2021: রাশি অনুযায়ী কী ভাবে গণেশ আরাধনা করবেন, জানুন চতুর্থীর শুভ লগ্নে

Last Updated:

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী গণেশ চতুর্থীতে কী ভাবে পূজা করা উচিত!

#কলকাতা: সারা বছর আমরা গণেশ চতুর্থীর (Ganesha Chaturthi) জন্য অপেক্ষা করি। এই দিনে গণপতি স্বয়ং সবার বাড়িতে আসেন এবং দশ দিন ধরে বিরাজ করেন। ভাদ্র মাসের চতুর্থী থেকে চতুর্দশ তিথি পর্যন্ত সবাই গণেশের পূজা-অর্চনা করেন। এই বছর গণেশ চতুর্থী উৎসব ১০ সেপ্টেম্বর ২০২১ (শুক্রবার) দিন থেকে শুরু হচ্ছে। হিন্দু ধর্মে ভগবান গণেশের প্রথম পূজার মর্যাদা রয়েছে, অর্থাৎ যে কোনও শুভ কাজে প্রথমেই ভগবান গণেশের পূজা করা হয় এবং তার পরই কাজ শুরু করা হয়। বলা হয়ে থাকে যে এটি করার মাধ্যমে একজন ব্যক্তির জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এবং যে কাজটি করা হয় তা কোনও খারাপ প্রভাব ছাড়াই সম্পন্ন হয়। ভগবান গণেশের আরাধনা করলে একজন ব্যক্তি যে কোনও ধরনের রোগ, আর্থিক সমস্যা, চাকরি, ব্যবসা, শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি পান।
গণেশের পূজা এই গ্রহগুলির অশুভ প্রভাব দূর করে-
যদি কোনও ব্যক্তির জন্মপত্রিকায় বুধ গ্রহের অশুভ প্রভাব বা কেতু গ্রহের অশুভ প্রভাব থাকে, তবে সেই ব্যক্তিকে ভগবান গণেশের পূজা করতে বলা হয়। কারণ, শুধুমাত্র ভগবান গণেশের পূজা করলে অশুভ এই গ্রহগুলির প্রভাব সরানো যেতে পারে। এই গ্রহগুলির অশুভ প্রভাবের কারণে একজন ব্যক্তিকে অর্থ, ব্যবসা, কর্মজীবন, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
advertisement
অতএব, জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী গণেশ চতুর্থীতে কী ভাবে পূজা করা উচিত!
advertisement
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মেষ রাশির ব্যক্তিদের ভগবান গণেশের আরাধনায় লাড্ডু অন্তর্ভুক্ত করতে ভুললে চলবে না। এটি তাঁদের জীবনে সুখ বয়ে আনবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বৃষ রাশির জাতকরা যেন ভগবান গণেশকে অবশ্যই মোদক দেন। এটি তাঁদের জীবনের সমস্ত ঝামেলা এবং উদ্বেগের অবসান ঘটাবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। মিথুন রাশির জাতকদের উচিত ভগবান গণেশেকে সবুজ পোশাক পরানো। এর সঙ্গেই তাঁদের ভাগ্য উন্নত হবে এবং ভাগ্যের দরজা খুলে যাবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্কট রাশির ব্যক্তিদের গণেশ প্রতিষ্ঠার সময়ে ভগবান গণেশকে সাদা চন্দনের তিলক লাগাতে হবে। এটি করলে তা তাঁদের জীবনে সুখ নিয়ে আসবে।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সিংহ রাশির জাতকদের গণেশ চতুর্থীতে গণেশকে লাল রঙের ফুল দেওয়া উচিত। এটি করলে তাঁদের শক্তি বৃদ্ধি পাবে এবং শত্রুরা ধ্বংস হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কন্যা রাশির ব্যক্তিদের ভগবান গণেশকে সুপারি দেওয়া উচিত। এর মাধ্যমে তাঁদের সব ইচ্ছা পূরণ হবে।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। তুলা রাশির লোকদের উচিত ভগবান গণেশকে সাদা রঙের ফুল দেওয়া। এটি করলে পারিবারিক ঝামেলা থেকে মুক্তি মিলবে এবং জীবনে ইতিবাচকতা আসবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। বৃশ্চিক রাশির ব্যক্তিদের গণেশকে দুর্বার মালা অর্পণ করা উচিত। এটি করার মাধ্যমে তাঁদের সমস্ত কাজ সুসম্পন্ন হবে।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ধনু রাশির মানুষের উচিত হলুদ রঙের ফুলের কাপড় এবং হলুদ রঙের মিষ্টি ভগবান গণেশকে দেওয়া। এটি করলে জীবনে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে এবং তাঁরা আর্থিক সুবিধা পাবেন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। মকর রাশিতে জন্মগ্রহণকারীদের ভগবান গণেশকে নীল ফুল দিতে হবে। এটি করলে তাঁরা অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাবেন।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কুম্ভ রাশিতে জন্মগ্রহণকারীদের ভগবান গণেশকে শুকনো ফলের নৈবেদ্য দেওয়া উচিত। এটি করলে তাঁরা সব দিক থেকে গণেশজির আশীর্বাদ পাবেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মীন রাশিতে জন্মগ্রহণকারীদের ভগবান গণেশকে হলুদ পোশাক এবং হলুদ ফুল দান করা বিধেয়। এটি করলে তাঁদের সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং জীবনে সুখ থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ganesh Chaturthi 2021: রাশি অনুযায়ী কী ভাবে গণেশ আরাধনা করবেন, জানুন চতুর্থীর শুভ লগ্নে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement