Viral: সব বউয়েরই চাই তিনটি 'সুখ'... শরীর, টাকা, আর? 'তিন নম্বর'টা বলেই তুমুল ভাইরাল মহিলা! ভিডিও দেখলে হাসতেই থাকবেন

Last Updated:

 আর তিন নম্বরটি হল আজ্ঞাকারী স্বামী। মহিলা বলছেন, এমন একজন স্বামী মেয়েরা চায়, যিনি স্ত্রীর ডাক শোনা মাত্র চলে আসবেন।

AI Image
AI Image
স্ত্রীকে কীভাবে খুশি রাখা যায় তা নিয়ে অনেক বিতর্ক আছে। বিবাহিত জীবনের সুখ নিয়ে অনেক বই লেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও মানুষ স্ত্রী কী সুখ চায়, তা নিয়ে জ্ঞান দেয়। কিন্তু ভাইরাল হওয়া একটি ভিডিওতে, একজন মহিলা খুব মজারভাবে স্ত্রীর তিনটি সুখের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে একজন স্ত্রীর শরীর এবং সম্পদের প্রয়োজন। এর পাশাপাশি, তিনি খুব মজারভাবে বলেছেন যে তার এমন একজন স্বামীর প্রয়োজন যিনি সবকিছু শোনেন।

 

View this post on Instagram

 

A post shared by Pariniti Singh (@workshylady)

advertisement
advertisement
তিনি প্রথম যে আনন্দের কথা উল্লেখ করেছেন তা হল একটি সুন্দর শরীর। লক্ষ্য করুন যে এখানে মহিলাটি একটি সুস্থ শরীরের কথা নয়, সুন্দর শরীরের কথা বলেছেন। প্রতিটি মহিলাই বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলার মতো দেখতে চান। মহিলাদের এই ইচ্ছা বিশ্বের মেকআপ এবং ফিটনেস শিল্পের সাফল্যের একটি রহস্যও।
আর তিন নম্বরটি হল আজ্ঞাকারী স্বামী। মহিলা বলছেন, এমন একজন স্বামী মেয়েরা চায়, যিনি স্ত্রীর ডাক শোনা মাত্র চলে আসবেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: সব বউয়েরই চাই তিনটি 'সুখ'... শরীর, টাকা, আর? 'তিন নম্বর'টা বলেই তুমুল ভাইরাল মহিলা! ভিডিও দেখলে হাসতেই থাকবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement