First Wedding Night: ফুলশয্যার রাতেই...! এমন কাজ করল স্বামী-স্ত্রী, বেডরুমের ভিডিও দেখলে চোখের পলক সরবে না আপনারও
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
First Wedding Night: একেকজন দম্পতি একেক ভাবে বিয়ের প্রথম রাতটি উদযাপন করে। কিন্তু সম্প্রতি এক দম্পতি এবার এমন কিছু করলেন, যাদের প্রশংসা করছেন সবাই, তাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে।
বিয়ের সিজন শুরু হলেই একের পর এক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে৷ কখনও কিছু ভিডিও যেমন আনন্দ দেয় তেমনই আবার কিছু ভিডিও অবাক করে দেয়৷ তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে৷
নববিবাহিত দম্পতির জন্য বিয়ের প্রথম রাতটি বিশেষ একটি মুহূর্ত৷ এটি উভয়ের জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্ত হিসাবেও বিবেচিত হয়। এই কারণে, দম্পতিরা তাদের প্রথম রাতকে বিশেষ করে তুলতে তাদের সঙ্গীদের বিশেষ উপহার দেয়৷ একেকজন দম্পতি একেক ভাবে প্রথম রাতটি উদযাপন করে। কিন্তু এক দম্পতি একেবারেই ভিন্ন কিছু করলেন, যার প্রশংসা করছেন সবাই, কারণ তাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বর-কনে তাদের বিয়ের প্রথম রাতে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করছেন। বর গিটার হাতে আর কনে তাঁর কণ্ঠের জাদু ছড়াতে শুরু করে।
advertisement
advertisement
শুরুভি ইসলাম এবং তার স্বামী মুশফিক এহসান। দু’জনেই গায়ক এবং সঙ্গীতজ্ঞ। যখন দু’জন গায়ক এবং সঙ্গীতজ্ঞ বিয়ে করেন, তখন তাদের প্রথম সাক্ষাৎ কতটা বিশেষ হবে। তাদের বিয়ের রাতটিকে বিশেষ করে তোলার জন্য, এই দম্পতি একসঙ্গে গান গাইতে শুরু করলেন।
advertisement
advertisement
শুরুভির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিওতে, তারা দু’জনেই তাদের ঘরে আছেন যা বিয়ের রাতের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে। শুরুভি মুহূর্তটি রেকর্ড করার জন্য ক্যামেরা সেট আপ করে। মুশফিক গিটার বাজাতে শুরু করে এবং গানও গাইতে শুরু করে। শুরুভিও তার সঙ্গে যোগ দেয় এবং গান গাইতে শুরু করে। দু’জনেই সইফ আলি খান এবং করিনা কাপুর অভিনীত ‘এজেন্ট বিনোদ’ ছবির ‘রাবতা’ গানটি গাইছেন। তাঁর কণ্ঠ এতটাই সুরেলা যে আপনিও এটি শোনার পর মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন।
advertisement
এই ভিডিওটি ৩১ লক্ষ ভিউ পেয়েছে এবং অনেকেই মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন, যে স্বামী তার স্ত্রীর দিকে যেভাবে তাকাচ্ছে তা খুবই সুন্দর। অন্য একজন বলেছেন যে দু’জনেই খুব সুন্দর দেখাচ্ছে। একজন বলল যে তারা দু’জনেই সঙ্গীত ভালবাসে এবং সেই কারণেই তারা কখনও ঝগড়া করবে না। ঝড়ের গতিতে ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 8:09 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
First Wedding Night: ফুলশয্যার রাতেই...! এমন কাজ করল স্বামী-স্ত্রী, বেডরুমের ভিডিও দেখলে চোখের পলক সরবে না আপনারও