‘ডলি চাওয়ালা’র মাসে রোজগার কত জানেন? বিল গেটসকে চা খাইয়ে ফের ভাইরাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Dolly Chaiwala: ডলি চাওয়ালা আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 'ডলি চাওয়ালা', তিনি নাগপুরে চা বিক্রি করেন। কিছুদিন আগে মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটসকে চা পরিবেশন করার পর থেকেই ইন্টারনেটে আবার তিনি ভাইরাল।
কলকাতা: ডলি চাওয়ালা আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘ডলি চাওয়ালা’, তিনি নাগপুরে চা বিক্রি করেন। কিছুদিন আগে মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটসকে চা পরিবেশন করার পর থেকেই ইন্টারনেটে আবার তিনি ভাইরাল।
চা বিক্রির অনন্য স্টাইলের জন্য জনপ্রিয় ‘ডলি চাওয়ালা’ রাতারাতি তারকা বনে গিয়েছেন। মানুষ ডলি চাওয়ালা সম্পর্কে জানতে চাইছে। সবাই জানতে চায়, মাসে কত টাকা উপার্জন করেন এই চা বিক্রেতা?
আরও পড়ুন- পৃথিবীর এক আশ্চর্য গ্রাম, এখানে মানুষ জন্মেই হয়ে যায় ‘বেঁটে’, বিজ্ঞানীরাও অবাক
জনপ্রিয় ডলি চাওয়ালার আসল নাম সুনীল পাটিল। ডলি চাওয়ালা মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। ডলি চাওয়ালা গত এক দশক ধরে চা বিক্রি করেন। ১৯৯৮ সালে মধ্যবিত্ত পরিবারে জন্ম তাঁর। আপাতত ইনস্টাগ্রামে তাঁর ১১ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।
advertisement
advertisement
ডলি চাওয়ালা প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চা বিক্রি করেন। এক কাপ চায়ের দাম শুরু হয় ৭ টাকা থেকে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ডলি চাওয়ালা প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ কাপ চা বিক্রি করেন।
ডলি চাওয়ালা প্রতিদিন চা বিক্রি করে ৩৫০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত আয় করেন। আইএমডিবি স্টারস পোর্টাল অনুসারে, ডলি চাওয়ালার মোট সম্পত্তি ১০ লক্ষ টাকার। শুধু তাই নয়, প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করেন ডলি চাওয়ালা।
advertisement
বিল গেটসকে চা পরিবেশন করার পর ডলি চাওয়ালা বলেন, “আমার মোটেও ধারণা ছিল না। আমি ভেবেছিলাম তিনি বিদেশ থেকে আসা একজন ব্যক্তি। তাই আমার তাঁকে চা পরিবেশন করা উচিত। পরের দিন আমি যখন নাগপুরে ফিরে যাই, তখন দেখি ‘ আমি কাকে চা পরিবেশন করেছি’!
আরও পড়ুন- চোখ বন্ধ করলে কোন রং দেখতে পান? উত্তরটা কিন্তু কালো নয়, তাহলে কী?
ডলি চাওয়ালা আরও বলেন, “আমি তাঁর (বিল গেটস) সাথে প্রথমে মোটেও কথা বলিনি। তিনি আমার সামনে দাঁড়িয়ে ছিলেন। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম।”
advertisement
তিনি আরও বলেন, আমি খুব সাউথের ফিল্ম দেখি। সেখান থেকেই এই স্টাইল শিখেছি। আমি ভবিষ্যতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা পরিবেশন করতে চাই।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 07, 2024 6:23 PM IST