১ হাজার টাকা দিয়ে জিতে নিলেন ৩৫ কোটির বাংলো, এক লটারিতে বদলে গেল দম্পতির ভাগ্য......
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
লাকি বেক্কা মাত্র ১০০০ টাকা খরচ করে কিনেছিলেন লটারির টিকিট ৷ আর তাতেই ঘুরে গেল ভাগ্যের চাকা ৷
#লন্ডন: বছরের পর বছর লটারি কিনে চলেছেন স্বামী ও স্ত্রী ৷ একটাই আশা যে একদিন তাদের ভাগ্য সহায় হবে এবং হাতে পাবেন খাজানা ৷ কিন্তু বছরের পর বছর কেটে গেলেও হাতে আসেনি কিছু ৷ তবে তার জন্য হাল ছাড়েনি এই দম্পতি ৷ বছরের পর বছরধরে কিনে চলেছেন লটারির টিকি ৷
এবার অবশ্য আশ্চর্য ভাবে লটারি কিনতে ভুলে গিয়েছিলেন মহিলার স্বামী ৷ তবে টিভি দেখতে দেখতে লটারির কথা মাথায় আসতেই নিজেই গিয়েই লটারির টিকিট কিনে আনেন মহিলা ৷ ঘটনাটি লন্ডনের লেটন শহরের ৷ সম্প্রতি লাকি বেক্কা পটের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যা উনি নিজেও ভাবেননি ৷ হাজার টাকা বাজি লাগিয়ে কোটি কোটি টাকার স্বপ্ন অবশেষে পূরণ হল ৷
advertisement
advertisement
লাকি বেক্কা মাত্র ১০০০ টাকা খরচ করে কিনেছিলেন লটারির টিকিট ৷ আর তাতেই ঘুরে গেল ভাগ্যের চাকা ৷ 2BHK ফ্ল্যাট থেকে সরাসরি ৩৫ কোটি টাকার বাংলো জিতে নিয়েছেন ৷ লাকি বেক্কা সম্প্রতি মেটারনিটি লিভে ছিলেন ৷ তার স্বামী বেন হার এবার Omaze এর লটারি কিনতে ভুলে গিয়েছিলেন ৷ আচমকা টিভিতে Omaze এর মিলিয়ান পাউন্ড বাড়ির বিজ্ঞাপন দেখতেই বেক্কা স্বামীকে কিছু না জানিয়েই লটারির টিকিট কিনে নিয়েছিলেন ৷ লটারি জিতেছেন জানতে পেরে আনন্দে দিশাহারা হয়ে গিয়েছিলেন বেক্কা ৷
advertisement
বিলাসবহুল এই বাংলোতে ৫টি বেডরুম রয়েছে ৷ বেক্কা জানিয়েছেন যে তিনি এখন অনেকটাই নিশ্চিত যে তার মেয়ের ভবিষ্যত নিয়ে আর ভাবনা চিন্তা করতে হবে না ৷
advertisement
বেক্কা ও বেনের নতুন বাড়ি লন্ডনের অ্যাসকোট রেসকোর্স থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে অবস্থিত ৷ বাংলোতে মডিউলার রান্নাঘর, ৫টি বেডরুম, তিনটি ড্রেসিং রুম, চারটি বিলাসবহুল বাথরুম, একটা বড় ড্রয়িং রুম, তিনটি গাড়ি রাখার গ্যারেজ রয়েছে ৷ এত বড় বিলাসবহুল বাংলোর স্বপ্ন বেন ও বেক্কা কখনও দেখেনি ৷ কিন্তু মেয়ের জন্মের পর তাঁরা বড় একটি বাড়ির খোঁজে ছিলন ৷ লটারির সংস্থা সমস্ত পেপার ওয়ার্ক করে ওই দম্পতি বাড়ির মালিকানা দিয়ে দিয়েছে ৷
Location :
First Published :
February 13, 2022 2:48 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
১ হাজার টাকা দিয়ে জিতে নিলেন ৩৫ কোটির বাংলো, এক লটারিতে বদলে গেল দম্পতির ভাগ্য......