#নয়াদিল্লি: স্মার্ট মানি মেকিংয়ের মাধ্যমে মাত্র ১০ টাকা ইনভেস্ট করে রিটার্নে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা ৷ ১০ টাকা করে প্রতিদিন বাঁচিয়ে অর্থাৎ মাসে ৩০০ টাকা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি-তে ইনভেস্ট করার অপশন সিলেক্ট করলে ৩০ বছরে ১০ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷ এসআইপি-তে বিনিয়োগকারীরা কম্পাউন্ডিং ইন্টারেস্টের সুবিধা পাবেন এবং বেশি সময়ের জন্য ইনভেস্ট করলে মিলবে বেশি রিটার্ন ৷
আরও পড়ুন: হারিয়ে গিয়েছে Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ? শীঘ্রই করে নিন এই কাজ
কী এই এসআইপি ?
গত ২ বছরে মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। এই তহবিলগুলিতে লগ্নির ধারা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)। এসআইপি-এর মাধ্যমে বিনিয়োগকারীরা কম মূলধন নিয়েও দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন। মাসিক মাত্র ৫০০ টাকা করে লগ্নি করেও ভালো রিটার্ন পাওয়া যায় কারণ এই ক্ষেত্রে সুদের হার সাধারণ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি হয়।
ডেলি এসআইপি-
ডেলি বেস এসআইপি তাদের জন্য লাভজনক যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা এমন পেশার সঙ্গে যুক্ত যেখানে প্রতিদিনের হিসেবে আয় হয় ৷ এসআইপি-তে রিটার্ন নির্ভর করে আপনি কী ধরনের ফান্ডে টাকা ইনভেস্ট করছেন ৷ লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগ অনেকটা বেশি সুরক্ষিত হয় ৷
আরও পড়ুন: সরকারের এই যোজনা থেকে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা !
সাপ্তাহিক এসআইপি-
ডেলি এসআইপি-র তুলনায় সাপ্তাহিক এসআইপি-তে মাসে চারবার কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় ৷ আপনি অল্প অল্প করে অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন ৷ বাজার ডাউন থাকলে সাপ্তাহিক এসআইপি -তে বেশি ইউনিট পাওয়া যায় ৷
আরও পড়ুন: ৩১ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ আম !
মান্থলি এসআইপি-
চাকুরিজীবী ও ছোট বিনিয়োগকারীদের মান্থলি এসআইপি সবচেয়ে লাভজনক বলে মনে করা হয় ৷ এটা ম্যানেজ করা বেশ সহজ ৷ এর মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করা যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Investments and Returns, SIP