হারিয়ে গিয়েছে Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ? শীঘ্রই করে নিন এই কাজ, না হলে হতে পারে বড় লোকসান

Last Updated:

অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে সেটা কী ভাবে ব্লক করতে হয়ে জেনে নিন ৷

#নয়াদিল্লি: দেশে ব্যাঙ্কিং ফ্রডের মামলা লাগাতার বেড়েই চলেছে ৷ সাইবার ক্রাইম অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন উপায়ে মানুষকে ঠকাচ্ছেন ৷ কখনও ব্যাঙ্কের নাম করে তো কখনও করোনার ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের নামে ফোন করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে ৷ এই পরিস্থিতিতে আপনি সামান্য অসাবধান হলে খোয়াতে পারেন লক্ষ লক্ষ টাকা ৷ তবে কিছু জিনিসের বিষয় সতর্ক থাকলে অনলাইন ফ্রড থেকে সহজেই নিজেকে বাঁচাতে পারবেন ৷ ক্রেডিট কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে শীঘ্রই কার্ড ব্লক করে দিন যাতে অন্য কেউ সেটা ব্যবহার করতে না পারে ৷ অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে সেটা কী ভাবে ব্লক করতে হয়ে জেনে নিন ৷
SMS এর মাধ্যমে ব্লক করতে পারবেন অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড-
আপনি একাধিক উপায়ে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্লক করতে পারবেন ৷ কেবল একটি এসএমএস-এর মাধ্যমেও কার্ড ব্লক করতে পারবেন ৷ BLOCK XXXX লিখে 5676782 নম্বরে পাঠাতেই কার্ড ব্লক হয়ে যাবে৷ XXXXআপনার কার্ডের শেষের চারটে ডিজিট ৷ ক্রেডিট কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এই এসএমএস পাঠাতে হবে ৷
advertisement
advertisement
Axis Mobile App এর মাধ্যমে-
অ্যাক্সিস ব্যাঙ্কের মোবাইল অ্যাপের মাধ্যমে Banking অপশনে গিয়ে Services অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর ক্রেডিট কার্ড অপশনে যেতেই স্ক্রিনে Block & Replace Card সিলেক্ট করতে হবে ৷ এরপর কার্ড শীঘ্রই ব্লক করে দেওয়া হবে ৷
advertisement
ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে-
সবার প্রথমে অ্যাক্সিস ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগইন করতে হবে ৷ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে যেতে হবে ৷ এরপর My Cards এবং More Services-এ গিয়ে কার্ড ব্লক করতে পারবেন ৷
কনট্যাক্টলেস কার্ডের মাধ্যমে ৫ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করার জন্য পিন নম্বর লাগবে না
কনট্যাক্টলেস টেকনোলজির মাধ্যমে ট্যাপ অ্যান্ড পে এর সুবিধা পাওয়া যায় ৷ অর্থাৎ কার্ড সোয়াইপ না করেই পিওএস মেশিনে কেবল ট্যাপ করে পেমেন্ট করা যাবে ৷ ৫ হাজার টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে পিন নম্বর দিতে হবে না ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হারিয়ে গিয়েছে Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ? শীঘ্রই করে নিন এই কাজ, না হলে হতে পারে বড় লোকসান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement