Alert! সরকারি চাকরি দেওয়ার নামে চলছে বড়সড় প্রতারণা, সতর্ক করল NRA
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Fake Websites: এই ওয়েবসাইটগুলির বিরুদ্ধে তদন্ত করা হবে এবং যথাযত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ৷
#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির (National Recruitment Agency) তরফে জারি করা হল সতর্কবার্তা ৷ সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে থাকে এমন একাধিক ভুয়ো ওয়েবসাইট ও বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করা হয়েছে ৷ একাধিকবার আবেদনকারীদের এই সমস্ত ভুয়ো ওয়েবসাইট সম্পর্কে অ্যালর্ট করা হয়েছে ৷ অনলাইনে এজেন্সির নাম করে চাকুরিজীবীদের জন্য ফাঁদ পাতা রয়েছে ৷ না বুঝে অনেকেই এই জাল ওয়েবসাইটের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন ৷ তাই বারবার ওয়েবসাইট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আবেদনকারীদের ৷
NRA জানতে পেরেছে যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সিতে নিয়োগের নাম করেও বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে বেশ কিছু জাল বিজ্ঞাপন ঘুরছে ৷ এই সমস্ত জাল বিজ্ঞাপন থেকে সাবধান থাকার জন্য NRA-এর তরফে একটি নোটিস জারি করা হয়েছে ৷ জানা গিয়েছে nragovt.online নামে একটি জাল ওয়েবসাইট তৈরি করেছে প্রতারকরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই জাল ওয়েবসাইটের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে এনআরএ ৷
advertisement
advertisement
তদন্ত করছে এজেন্সি -
NRA জানিয়েছে এরকম ওয়েবসাইট সম্পূর্ণ জাল ৷ এই ওয়েবসাইটগুলির বিরুদ্ধে তদন্ত করা হবে এবং যথাযত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে ৷ এনআরএ জানিয়েছে যে এখনও পর্যন্ত তারা তাদের অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করেনি ৷
advertisement
NRA এখনও নিজেদের ওয়েবসাইট লঞ্চ করেনি-
এনআরএ এখনও তাদের অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করেনি ৷ তাই আবেদনকারী এবং সাধারণ মানুষকে এই ধরনের জাল ওয়েবসাইট ও বিজ্ঞাপন বা ভিডিও থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
advertisement
NRA এর নাম কী ?
সরকারি চাকরি জন্য আবেদনকারীদের স্ক্রিনিং, শর্টলিস্টিং করার জন্য কমন এলিজিবিলিট টেস্ট আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে এনআরএ-কে ৷ এর মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে বোর্ড ও ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের (IBPS) মাধ্যমে ভর্তি করা হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2022 2:08 PM IST