West Bengal Lottery Result 2022: প্রথম পুরস্কার ৫০ লক্ষ! রবিবারের ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লটারির ফল জানুন এখানে!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Dear Bangasree Ichamati Lottery Results: ১৩ ফেব্রুয়ারি, রবিবারের ডিয়ার বঙ্গশ্রী ইছামতি লাকি ড্র পরিচালনা করবে পশ্চিমবঙ্গ লটারি সংবাদ এবং বিকাল ৪ টেয় লটারির টিকিটের তালিকা প্রকাশিত হবে।
#পশ্চিমবঙ্গ: রবিবারের পশ্চিমবঙ্গ ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লাকি ড্র-এর (West Bengal Dear Bangasree Ichamati lucky draw) টিকিট কেটেছেন? হতেও পারে আজই লাখপতি (West Bengal Lottery Result 2022) হওয়ার সুযোগ পেয়ে গেলেন আপনি! বিজয়ীদের তালিকা কোথায় কীভাবে দেখবেন তা জেনে রাখুন আগেভাগেই। ১৩ ফেব্রুয়ারি, রবিবারের ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লাকি ড্র পরিচালনা করবে পশ্চিমবঙ্গ লটারি সংবাদ এবং বিকাল ৪ টেয় লটারির টিকিটের তালিকা প্রকাশিত হবে। যারা আজকের লাকি ড্রয়ের জন্য টিকিট কিনেছেন তারা সংবাদ লটারি বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট www.lotterysambadonline.com-এ ফলাফল দেখতে পারেন।
পশ্চিমবঙ্গ লটারি সম্বাদ বিভাগ সাপ্তাহিক লাকি ড্র (West Bengal Dear Bangasree Ichamati lucky draw) আয়োজন করে। রবিবারের ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লাকি ড্র-এর প্রথম পুরস্কার (West Bengal Lottery Result 2022) বিজয়ী পাবেন ৫০ লক্ষ টাকা। ডিয়ার বঙ্গশ্রী ইছামতি লাকি ড্রয়ের প্রথম রানার আপ পাবেন ৯,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫০০ টাকা। ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লাকি ড্র-এর চতুর্থ পুরস্কার বিজয়ী ২৫০ টাকা পাবেন, পঞ্চম পুরস্কার বিজয়ী পাবেন ১২০ টাকা ঘরে নিয়ে যাচ্ছে। ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লাকি ড্র-এর সান্ত্বনা পুরস্কার বিজয়ী পাবেন ১,০০০ টাকা।
advertisement
advertisement
নিজের লাকি নম্বর (West Bengal Lottery Result 2022) কীভাবে চেক করবেন দেখে নিন এখানে:
প্রথম ধাপ: পশ্চিমবঙ্গ লটারি সংবাদের (West Bengal lottery Sambad) অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন: www.lotterysambadonline.in
দ্বিতীয় ধাপ: হোমপেজ খুললেই একটি ট্যাব দেখতে পাবেন। ‘আজকের ফলাফল’ বিভাগের অধীনে ‘4 pm result’ লেখা থাকবে।
advertisement
তৃতীয় ধাপ: ১৩ ফেব্রুয়ারি ডিয়ার বঙ্গশ্রী ইছামতি লাকি ড্র-এর বিজয়ীদের নাম জানতে নতুন ওয়েব পেজের হাইপারলিঙ্কে ক্লিক করুন।
আপনার পুরস্কারের অর্থ দাবি করতে রবিবারের ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লটারির (West Bengal Dear Bangasree Ichamati lucky draw) বিজয়ীদের ৩০ দিনের মধ্যে নিকটতম পশ্চিমবঙ্গ গেজেট অফিসে যেতে হবে। ডিয়ার বঙ্গশ্রী ইছামতী বিজয়ীরা অবশ্যই মনে রাখবেন যে তাদের অফিশিয়াল পরিচয়পত্র সহ লটারির টিকিট সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। ফলাফল ঘোষণার তারিখ অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি থেকে ৩০ দিনের মধ্যে এই নথিগুলি জমা দিতে হবে। যাচাই করা হয়ে গেলে এবং করের অংশটুকু কেটে নেওয়ার পরে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2022 11:46 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Bengal Lottery Result 2022: প্রথম পুরস্কার ৫০ লক্ষ! রবিবারের ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লটারির ফল জানুন এখানে!