সারা ঘর রাঙিয়ে দিলেন আপন মনের মাধুরীতে, যাওয়ার সময়ে হোটেল মালিককেই ৮৫ হাজারের বিল ধরালেন ভাড়াটে !
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
জানা গিয়েছে যে চেক আউটের পরে ভিনস ভিলেগাস যখন ঘরদোর ঠিকঠাক আছে কি না দেখতে যান, তখনই তাঁর বিস্ময়ের অন্ত থাকে না।
রাঙিয়ে দিয়ে যাও… যাওয়ার আগে- বিষয়টাকে বাস্তবজীবনে অক্ষরে অক্ষরে কেউ যদি মেনে নেন তবে তো বড় মুশকিল! তবে, ভাড়াটেরা যে এমন উপদ্রব করেন না, তা তো আর নয়। হামেশাই দেখা যায় তাঁরা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু দেওয়ালে রেখে গিয়েছেন তাঁদের থাকার ছাপ। খুদে সদস্য থাকলে তো কথাই নেই, বাড়িওয়ালার ঘরের দেওয়ালই হয়ে উঠবে তার সাধের ক্যানভাস। তা বলে প্রাপ্তবয়স্ত ভাড়াটে যদি সেই কাজ করে, কেউ কি মাথা ঠান্ডা রাখতে পারবেন! না কি দেওয়ালে আঁকিবুকির টাকা চাইলে শান্ত থাকা যায়!
বিশ্বাস করে উঠতে পারবেন না অনেকেই, অনেকে হেসে পর্যন্ত ফেলতে পারেন, কিন্তু মিশিগানের ভিনস ভিলেগাসের সঙ্গে তো ঠিক এমনটাই হয়েছে। ডেইলি স্টারের প্রতিবেদন বলছে যে তাঁর এক বন্ধু এয়ারবিএনবি-র মাধ্যমে নিজের প্রপার্টি হোটেল হিসেবে ভাড়া দিয়েছিলেন। যা দেখাশোনা করতেন ভিনস ভিলেগাস। এত দিন সব কিছুই চলছিল ঠিকঠাক ভাবে। সম্প্রতি যে অতিথি এলেন, তাঁর কাণ্ড দেখেই চোখ কপালে উঠেছে সবার, ভিনস ভিলেগাসের তো বটেই!
advertisement
advertisement
জানা গিয়েছে যে চেক আউটের পরে ভিনস ভিলেগাস যখন ঘরদোর ঠিকঠাক আছে কি না দেখতে যান, তখনই তাঁর বিস্ময়ের অন্ত থাকে না। জানলার কাচ, ঘরের দেওয়াল জুড়ে আঁকা নানা অদ্ভুত ছবি, এমনকি স্যুইচবোর্ডটা অব্দি বাদ যায়নি, সেটাও রেঙে উঠেছে ভাড়াটের মনের মাধুরীতে। ভিনস ভিলেগাসের বক্তব্য, প্রথমে এগুলোকে তাঁর ধর্মীয় কোনও কৃত্যের আলপনা বলে মনে হয়েছিল। যাই হোক, এদিকে ঘরের আসবাবপত্রের খোঁজ নেই! উঁহু, ভাড়াটে তা লোপাট করে দেননি, কেবল বের করে দিয়েছেন বাড়ির বাইরে, ছবি আঁকতে সুবিধে হবে বলে।
advertisement

সব দেখে মুষড়ে তো পড়েছিলেনই ভিনস ভিলেগাস, এ সব নোংরা সাফ করে ঘর আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে তাঁর ২.৫ লক্ষ খরচ হয়েছে বলে জানা গিয়েছে। কোথায় ভাড়াটের কাছ থেকে পাওয়া টাকা গুণে মুখে হাসি ফুটবে, তা নয়, এ তো ভাড়াটে এনে পয়সার শ্রাদ্ধ! শুধু কী তাই, জানা গিয়েছে যে ঘর ছেড়ে যাওয়ার আগে ওই ভাড়াটে ৮৫ হাজারের একটা বিলও ধরিয়েছেন ভিনস ভিলেগাসের হাতে। ওটা না কি তাঁর পরিষেবার খরত, ভিনস ভিলেগাসের একঘেয়ে ঘরকে যে তিনি ছবিতে ভরিয়ে সুন্দর করে তুলেছেন!
advertisement
বলে রাখা ভাল, ভাড়াটে ঘর কিন্তু সহজে ছাড়তে চাননি। চেক আউটের সময় পেরিয়ে যাওয়ার বহু পরে, সঠিক ভাবে বললে ৫ ঘণ্টা পরে ভিনস ভিলেগাস পুলিশ ডাকতে বাধ্য হন! এর পরেও আরও ২ ঘণ্টা সময় চেয়েছিলেন ওই ভাড়াটে, মাত্র আধঘণ্টা মঞ্জুর করা হয়। তার পরেই ওই ঘরে ছবি দেখা এবং ৮৫ হাজারের বিল ধরানোর ঘটনা ঘটে!
advertisement
ভাড়াটের আঁকা ছবি এবং ঘটনার বিশদ টিকটকে প্রকাশ করেছেন ভিনস ভিলেগাস। ইউজাররাও যে ছবি দেখে মুগ্ধ হয়েছেন, তা তাঁদের কমেন্ট বলছে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2024 1:54 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সারা ঘর রাঙিয়ে দিলেন আপন মনের মাধুরীতে, যাওয়ার সময়ে হোটেল মালিককেই ৮৫ হাজারের বিল ধরালেন ভাড়াটে !