Engineer turns into Rapido Driver: নামী কর্পোরেট সংস্থায় কর্মরত ইঞ্জিনিয়ারই সপ্তাহান্তে র‍্যাপিডো চালক!

Last Updated:

Engineer turns into Rapido Driver: তাক লাগালেন বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার৷ তিনি সপ্তাহান্তে হয়ে যান র‍্যাপিডো চালক ৷

Engineer turns into Rapido Driver
Engineer turns into Rapido Driver
মোটা অঙ্কের বেতন, ঝকঝকে জীবনের হাতছানি থাকলেও ৯-৫ টার কর্পোরেট চাকরিতে মাঝে মাঝে একঘেয়ে লাগে ৷ একঘেয়েমি কাটাতে সকলেই কিছুটা সময় কাটান নিজের শখ শৌখিনতার সঙ্গে৷ বেড়াতে যাওয়া, জিমে শরীরচর্চা, ট্রেকিং, ক্যাম্পিং, পার্টি করার মতো হাজারো শখ ছড়িয়ে আছে আজকের দিনে ৷ তবে শখের প্রসঙ্গে  তাঁর কথায় এতে তিনি রিল্যাক্স করতে পারেন৷ নিত্যনতুন লোকের সঙ্গে আলাপও হয়৷
সম্প্রতি তাঁর কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন এক ট্যুইটারেত্তি, নিখিল শেঠ ৷ তিনি সম্প্রতি একটি র‍্যাপিডো যাত্রা বুক করেছিলেন ৷ যাত্রাপথে জানতে পারেন চালক উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার ৷ কর্মরত বেঙ্গালুরুর নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় ৷ তাঁর এই আজব শখের কথা ও কারণ শুনে ওই ট্যুইটারেত্তির ধারণা, জীবনে নিঃসঙ্গতা কাটাতেই এই সাময়িক পেশায় পা রাখেন ওই ইঞ্জিনিয়ার ৷ ট্যুইটারে নিখিল লিখেছেন ‘‘আজ আমার র‍্যাপিডো চালক একজন ইঞ্জিনিয়ার ৷ তিনি জানালেন শুধুমাত্র নিত্যনতুন লোকজনের সঙ্গে কথা বলতে সপ্তাহান্তে এই শখ পূর্ণ করেন৷’’
advertisement
advertisement
advertisement
দ্রুত ভাইরাল হয় তাঁর পোস্ট৷ নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পায় তাঁর পোস্ট ৷ অনেকেই শেয়ার করেছেন৷ আবার অনেকে মিম-ও পোস্ট করেছেন ৷ এক নেটিজেন জানান তিনি একবার ক্যাবচালককে দেখেছিলেন যিনি নিজেকে দাবি করেছিলেন ব্যবসায়ী বলে ৷ জানান, তাঁর বাচ্চাদের সময় নেই তাঁর সঙ্গে কথা বলার ৷ তাই তিনি সময় কাটানোর জন্য অ্যাপক্যাব চালান ৷ সপ্তাহে তিন থেকে চার বার নাকি তিনি অ্যাপক্যাব চালকের ভূমিকায় অবতীর্ণ হতেন ৷
advertisement
আরও পড়ুন :  ৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল ঘাড়, নিখরচায় অস্ত্রোপচারে পাকিস্তানি কিশোরীর নতুন জীবন ভারতের চিকিৎসকের হাতে
নিখিলের পোস্টে অনেকেই মজা করে বলেছেন র‍্যাপিডো চালক হওয়ার জন্য তাঁর চাকরিও চলে যেতে পারে ৷ কারণ দ্বৈত উপার্জন নিয়মবিরুদ্ধ৷ প্রসঙ্গত রবিবার করা নিখিলের ট্যুইটার ইতিমধ্যেই অগণিত লাইকের বন্যায় ভেসে গিয়েছে৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Engineer turns into Rapido Driver: নামী কর্পোরেট সংস্থায় কর্মরত ইঞ্জিনিয়ারই সপ্তাহান্তে র‍্যাপিডো চালক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement