বাবা লোকনাথের মতাদর্শ মেনে চললেই আপনিই হবেন সবার প্রিয়-ভালবাসার মানুষ

বাবা লোকনাথ ৷ সংগৃহীত ছবি ৷

বাবা লোকনাথ ৷ সংগৃহীত ছবি ৷

তিনি সবার মাঝেই ছিলেন, আছেন ও থাকবেন

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: জয় বাবা লোকনাথ এই মন্ত্র জীবনের পথকে আরও সুদৃঢ. করে জীবনকে এক উন্নত ও আলোর পথের ঠিকানা দেয় ৷ প্রতিটি কাজ করার আগে বাবা লোকনাথের নাম স্মরণ করলে সেই কাজ ভাল হয়ে থাকে ৷ বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ একই অঙ্গে অনোন্য রূপ তিনি স্বয়ং ভগাবান মহেশ্বরের অবতার ৷ যাঁকে মনে মনে ডাকলে ভক্তের সকল আশা ও মনবাঞ্ছা পূরণ হয়ে থাকে ৷

    আরও পড়ুন : বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় অনুকুল ঠাকুরের এই মন্ত্রেই লুকিয়ে রয়েছে ভাল থাকার চাবিকাঠি

    পরম পুরুষ বাবা লোকনাথ আমাদের কাছে পূজিত হন তাঁর এক অপার রূপে মানুষকে ভালবাসার কারণেই ৷ আমরাও বাবাকে নিজের জীবনের সব বাধা দূর করতে সব কথা জানিয়ে থাকি ৷ আমরা জানি বাবা সব সময়ে আমাদের সঙ্গে আছেন ৷ বাবা লোকনাথের পুজো ঠিক কবে করা যেতে পারে একবার জনে নেওয়া যাক ৷

    বাবার অত্যন্ত অল্পতেই তুষ্ট হয়ে থাকেন ৷ তাই তাঁর পুজো করার জন্য দিনক্ষণ, মাস বা বছর প্রয়োজন হয়না তিনি এমনিতেই সবার কাছের সবার মনে সব সময়েই আছে আসমুদ্র হিমাচল ৷ রণে, বনে জলে জঙ্গলে তিনি আছেন সদা সর্বদা ৷ বাবার পুজোর যেকোনও সময়েই করা যেতে পারে যে কোনও মুহূর্তে তার জন্য নির্ধারিত কোনও সময় থাকেনা ৷ তবে যেহেতু বাবাকে শিবের অবতার বলেই আমরা ভাবি তাই বাবার পুজোয় সোমবার একটু ভাল করেই করা উচিৎ ৷ তার এই অর্থ নয় বাকি দিনগুলি বাবার পুজোর জন্য উপযুক্ত দিন ৷

    আরও পড়ুন : লক্ষ্মীপুজোয় তুলসিপাতা একদম নয়, ভুলেও নয়, আসল কারণ জেনে নিন . . .

    তিনি সব সময়েই বলতেন ভক্তরা তাঁর সন্তান তুল্য কারোর উপরে তিনি কখনই রেগে থাকতেন না ৷ তিনি শুধু বলতেন ভালবাসাই একমাত্র এমন এক অনুভূতি যা সব সময়েই প্রতিটি মানুষের মধ্যে ব্যাপক ভাবে অর আন্দোলন হওয়া উচিৎ অকৃত্রিম মানবপ্রেমই মানুষের কাছে মানুষকে করে তুলবে প্রিয় ৷ তিনি বলতেন যখন প্রতিটি মানুষের মধ্যে অকৃত্রিম টান অনুভব করবে বাঁধবে ভালবাসার বাঁধনে বাঁধবে তখনই সবার মধ্যে বাবাকে খুঁজে পাওয়া সম্ভব হবে ৷ তিনি সবার মাঝেই ছিলেন, আছেন ও থাকবেন ৷

    First published:

    Tags: Baba Loknath, Holy Life, Life's good, Love, Prosperity, Spiritual