বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় অনুকুল ঠাকুরের এই মন্ত্রেই লুকিয়ে রয়েছে ভাল থাকার চাবিকাঠি

Last Updated:

বন্দে পুরুষোত্তম, এমনই এক মূলমন্ত্র যা মনের দুয়ারে তোলে জীবনের ঢেউ

#কলকাতা: বন্দে পুরুষোত্তম, এই নামটি শুনলেই যেন মনের সমস্ত আশা আকাঙ্খা ও ভাবনা চিন্তা ঠিক যেন কেমন একই চেতনায় মিশে যায় ৷ চেতনার চুণী-পান্না যেন নানান রঙে মিলেমিশে একাকার ৷ ধর্মের প্রকৃত অর্থ ধারণ করা মানুষকে যা মনুষ্যত্বে ধারণ করে তাই হল ধর্ম ৷
শাশ্বত মানব মানবীর এই দেশে একাধিক অবতার বা দেব-দেবীর পুজো আমরা করে থাকি ৷ হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝেই তিনিই এক সত্যি বাকি সবই প্রকৃতি ৷ সত্য, শিব, সুন্দরের জীবনের সনাতন ধর্মের এক অমলিন আকূতি ৷ এমনই প্রেমের ঠাকুর অনুকুল ঠাকুর ৷ দেশ ভাগের যন্ত্রণা মানুষের মনে ঘভীর রেখাপাত করেছে ৷ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন মানুষেরা ৷ পরম প্রেমময় ঠাকুর ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন হেমায়তপুরে অধুনা বাংলাদেশে ৷ জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিতেই নানান পথ বাতলেছেন ভক্তদের ৷ বন্দে পুরুষোত্তম, এমনই এক মূলমন্ত্র যা মনের দুয়ারে তোলে জীবনের ঢেউ ৷
advertisement
advertisement
অকারণে মানুষকে ভালবাসার রাস্তা দেখিয়েছেন তিনি ব্রহ্মকে সঠিক অর্থেই উপলব্ধি করেছিলেন তিনি ৷ প্রতিষ্ঠা করেছিলেন সৎসঙ্গ ঘিরেই প্রতিদিন ঠাকুরের নামগান, প্রার্থনা, স্তবপাঠ সব মিলিয়ে মানুষ তৈরির এক কর্মক্ষেত্র ৷ লোভ, লালসা, ঈর্ষা, মানুষকে কলুসিত করে মনুষ্যত্ব থেকে নিয়ে যায় অনেক দূরে ৷ ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন যদি তুমি ভাল থাক অন্যেরা হয় নিপাত, তবে কী তোমার ভাল থাকা আদৌ ভাল থাকা ? মনের বিশ্বাসে প্রেমময় ঠাকুরের পুজো করুন আপনি পাবেন জাগতিক সুখ ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় অনুকুল ঠাকুরের এই মন্ত্রেই লুকিয়ে রয়েছে ভাল থাকার চাবিকাঠি
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement