মুরগিকে ঢিল মারায় তেড়ে গেল ভেঁড়ার দল! পশুদের এই বন্ধুত্ব দেখে তাজ্জব নেটিজেনরা

Last Updated:

Animals attacked a woman on a farm : পশুদের এই পারস্পরিক প্রেম দেখে তাজ্জব হয়েছেন সকলেই ।

# নয়াদিল্লি : পশু-পাখিদের মধ্যে বন্ধুত্ব প্রায়ই চোখে পড়ে আমাদের । কিন্তু একে অপরের জন্য দলবদ্ধ হয়ে লড়াই করতে দেখেছেন কখনও ?
মানুষকে সর্ব শ্রেষ্ঠ জীব বলে মনে করা হয় । বিভিন্ন সময় একে অপরের জন্য দলবদ্ধ হয়ে সংগ্রামও করে মানুষ । কিন্তু দুই ভিন্ন প্রাণীর একে অপরের জন্য লড়াই করার ছবি সচরাচর খুব একটা চোখে পড়ে না । এইরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ।
advertisement
advertisement
কিছু প্রাণী আছে যারা দল বেঁধে কাজ করে । এবং এদের মধ্যে ঐক্য প্রচুর । এদের ঐক্যের কাছে মানুষও হার মেনে যাবে । প্রাণীরা  যে প্রজাতিরই হোক না কেন, তাদের প্রায়ই একে অপরকে সাহায্য করতে দেখা যায়।  এরকমই এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে । ভিডিওতে ভেঁড়া ও মুরগিকে একসঙ্গে দলবদ্ধ হয়ে এক মহিলাকে আক্রমণ করতে দেখা গিয়েছে । পশুদের এই পারস্পরিক প্রেম দেখে তাজ্জব হয়েছেন সকলেই ।
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে , এক ফার্মে একইসঙ্গে থাকে কিছু মুরগি ও ভেঁড়া।   ওই ফার্মেই এক মহিলাকে তাড়া করে একটি মুরগি । ভয়ে  মুরগিটিকে পা দিয়ে লাথি মারেন ওই মহিলা । কিন্তু তারপরে মহিলাকে ফের আক্রমণ করে মুরগিটি  এরপর মুরগিটির দিকে ঢিল ছোড়েন  ওই মহিলা । মুরগিটিকে ঢিল ছোড়া মাত্রই  ফার্মে থাকা এক ভেঁড়া চড়াও হয় মহিলাটির দিকে ।   ভেঁড়ার আঘাতের ঘায়ে  মাটিতে পড়ে যান মহিলাটি। তারপর তিনি  পালাতে গেলে একসঙ্গে জোট বেঁধে ভেঁড়া ও মুরগির দল তাড়া করেন তাকে ।
advertisement
এই অদ্ভুত  ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন সম্রাট গোড়া নামে এক আইএফএস অফিসার । ভিডিওটি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে নেটিজেনদের । ইতিমধ্যেই প্রায় ৩ হাজার জন শেয়ার করেছেন এই ভিডিও ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মুরগিকে ঢিল মারায় তেড়ে গেল ভেঁড়ার দল! পশুদের এই বন্ধুত্ব দেখে তাজ্জব নেটিজেনরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement