গোল গোল ঘুরে মৃত্যু, পিঁপড়ের দলের এমন করুণ পরিণতি দেখে আপনার মন খারাপ হয়ে যাবে

Last Updated:

Social Media follows the march of the army ants : পিঁপড়েদের বৃত্তাকারে ঘোরার কারণ কী ?

#নয়াদিল্লি : পৃথিবীতে যেকোনও  প্রাণীরই  মৃত্যু নিশ্চিত। সে মানুষই হোক কিংবা  কোনও  ছোট পোকা। যদিও জীবের মৃত্যু কোনো না কোনো রোগ বা বার্ধক্যজনিত কারণে হয়ে থাকে, কিন্তু মানুষের মতোই কিছু প্রাণী আছে যারা নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনে ৷
বহু মানুষ নিজের ভুলেই মৃত্যুকে আমন্ত্রণ জানায় ৷ বার্ধক্য ছাড়াও  বিভিন্ন দুর্ঘটনা বা রোগের ফলে মানুষের মৃত্যু হয়  ৷  তেমনই পিঁপড়েরাও অনেক সময় নিজেদের  ভুলেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলে ৷
advertisement
সম্প্রতি এমনই  একট ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এক বিশাল  আয়তনের  পিঁপড়ের  অদ্ভুত  বৃত্ত দেখা গিয়েছে ভিডিওতে ৷ দেখা গিয়েছে,  বৃত্তটির মধ্যে কিছু মৃত পিঁপড়ের স্তূপ রয়েছে ৷ এবং সেই মৃত পিঁপড়ের স্তূপকে কেন্দ্র করেই গোল হয়ে ঘুরছে শত শত পিঁপড়ে ৷  কিন্তু প্রসঙ্গ হচ্ছে, এই মৃত পিঁপড়ের স্তূপকে কেন্দ্র করে অন্য পিঁপড়েদের বৃত্তাকারে ঘোরার কারণ কী ?
advertisement
আসলে জানা গিয়েছে ,  এই পিঁপড়ের চক্রকে  'অ্যান্ট ডেথ স্পাইরাল' বলা হয়। নিজেদের মৃত্যুকে ডেকে আনার জন্যই পিঁপড়েরা এইভাবে বৃত্তাকার অবস্থায় ঘোরে ৷ ন্যাশনাল জিওগ্রাফিক দ্বারা জনা গিয়েছে, প্রায় ১৫০  প্রজাতির পিঁপড়েরা  'আর্মি অ্যান্টস' নামে একটি দল তৈরি করে। মূলত বনভূমিতে ছোট-খাট প্রাণীর শিকার করে এই আর্মি অ্যান্টস ৷
advertisement
অনেক সময়  এক সঙ্গে মিলে অনেক বড় প্রাণীরও শিকার করে  'আর্মি অ্যান্টস'  ৷ কিন্তু এই পিঁপড়েদের চেখে দেখার ক্ষমতা নেই ৷ এরা একেবারেই অন্ধ ৷  সায়েন্স ডাইরেক্ট ওয়েবসাইট অনুসারে, এই পিঁপড়েরা অন্ধ তাই একে অপরকে নির্ভর করে বাঁচে ৷ এবং একে অপরকে অনুসরণ করেই চলা ফেরা করে ৷
advertisement
advertisement
আসলে,  এই পিঁপড়েদের দেহে এক বিশেষ ধরণের হরমোন আছে  ৷ যা নিঃসৃত হলে একটি বিশেষ ধরনের গন্ধ বার হয় ৷  এই চেনা গন্ধের কারণেই পিঁপড়েরা একে অপরকে অনুসরণ করে এগিয়ে যায় এবং একটি পিঁপড়ের বৃত্ত সৃষ্টি হয় ৷ এবং এইভাবে গোল গোল ঘুরতে ঘুরতে এক সময় পিঁপড়েরা ক্লান্ত হয়ে যায় এবং তাদের মৃত্যু ঘটে ৷
advertisement
'মেন্টাল ফ্লস ওয়েবসাইটের'  এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে  যে এক বিজ্ঞানী  প্রায় ১২০০ ফুট আয়তনের একটি বৃত্ত দেখেছিলেন। ওই  পিঁপড়ের চক্রটি সম্পূর্ণ করতে প্রায় আড়াই ঘন্টা সময়  লেগেছিল বলে জানা গিয়েছে । পিঁপড়ের এই অদ্ভুত আচরণ দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গোল গোল ঘুরে মৃত্যু, পিঁপড়ের দলের এমন করুণ পরিণতি দেখে আপনার মন খারাপ হয়ে যাবে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement