তিন পায়েই দৌড়াচ্ছে 'ভুতোমি' ! হাতির এই ভিডিও দেখে শোরগোল নেট দুনিয়ায়

Last Updated:

3 legged elephant running in jungle, video viral : এই হাতির নাম ভুতোমি, যার মাত্র ৩টি পা।

#নয়াদিল্লি : এরকম বহু  মানুষ আছে যারা সামান্য কষ্ট পেলেই হাল ছেড়ে দেয়  কিন্তু  পশুরা তা করে না। গুরুতর আঘাত পাওয়ার পরেও  হাল ছাড়েনা পশু, পাখিরা ৷  এবং তাদের সাহস দেখে মানুষও শিক্ষা পায়। সম্প্রতি,  নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি হাতির ভিডিও ৷  যা দেখে প্রতিটা মানুষই অনুপ্রেরণা পেতে পারে ৷ এই ভিডিওর মাধ্যমে বোঝা যায় যে  যাই ঘটুক না কেন, লড়াই করার ক্ষমতা থাকলে যেকোনও পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করা যায় ৷
'ওয়াইল্ড অ্যানিমেলিয়া' নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট  থেকে বন্য প্রাণীদের বিভিন্ন ভিডিও শেয়ার করা হয় ৷  সম্প্রতি এই অ্যাকাউন্ট থেকে একটি তাজ্জবজনক ভিডিও পোস্ট করা হয়েছে  ৷ যাতে  একটি তিন পায়ের হাতিকে দেখা গিয়েছে । না, এই হাতিটি কোন অলৌকিক শক্তির কারণে বা জন্ম থেকেই এমন নয়, একটি দুর্ঘটনার কারণে একটি পা বাদ চলে যায় হাতিটির ।
advertisement
advertisement
advertisement
ভিডিওতে বলা হয়েছে, এই হাতির নাম ভুতোমি, যার মাত্র ৩টি পা। প্রকৃতপক্ষে, বহু বছর আগে, শিকারীদের  ফাঁদে  ধরা পড়ে যায় হাতিটি ৷  ফলে একটি পা বাদ চলে যায় তার ৷  কিন্তু হাল না ছেড়ে   তিন পায়েই দিব্যি জীবন কাটাচ্ছে ভুতোমি ৷   ভিডিওতে ভুতোমিকে নির্দ্বিধায়  বনে হাঁটতে দেখা  গিয়েছে ৷ কোনও রকম সমস্যা ছাড়াই অনায়াসে চলে ফিরে বেড়াচ্ছে এই তিন পেয়ে হাতিটি ৷ ভুতোমি  চারপাশেও বেশ কিছু হাতি দেখা গিয়েছে ৷
advertisement
ভুতোমির এই তিন পায়ে চলা ফেরা করার ভিডিওটি  58 ​​হাজারের বেশি ভিউ পেয়েছে, এবং মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে ভিডিওটিতে ৷  উতোমির এই লড়াই করার ক্ষমতা দেখে আবেগের ঝড় বয়ে গিয়েছে নেটিজেনজেনদের মনে ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
তিন পায়েই দৌড়াচ্ছে 'ভুতোমি' ! হাতির এই ভিডিও দেখে শোরগোল নেট দুনিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement