চোখে একসঙ্গে ২৩টা কনট্যাক্ট লেন্স! ভয়ঙ্কর ভিডিও দেখে তোলপাড় নেট দুনিয়া

Last Updated:

Doctor removes 23 contact lenses from woman's eye : এক মহিলার চোখ থেকে কম পক্ষে ২৩ টা কনট্যাক্ট লেন্স বের করেছেন এক ডাক্তার ৷

#ওয়াশিংটন :  চোখে পাওয়ার থাকলে অনেকেই কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন ৷ কিন্তু একসঙ্গে ২৩ টা কনট্যাক্ট লেন্স ব্যবহার করতে দেখেছেন কখনও ? এক আশ্চর্যের ভিডিও ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায় ৷ এক মহিলার চোখ থেকে বের করা হয়েছে একসঙ্গে ২৩ টা কনট্যাক্ট লেন্স ৷
মেডিকেল সায়েন্সের এক অভূতপূর্ব আবিষ্কার হল কনট্যাক্ট লেন্স ৷ চোখে পাওয়ার থাকলে চশমা না পরেও অনায়াসেই সব কিছু পরিষ্কার দেখা যায়  কনট্যাক্ট লেন্স পরে ৷ কিন্তু ঠিকমত পরতে হবে এই কনট্যাক্ট লেন্স ৷ ঠিক করে কনট্যাক্ট লেন্স না পরতে জানলে বা না খুলতে জানলে ভয়ানক সমস্যার সৃষ্টি হতে পারে ৷
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ধরা পড়েছে ঠিক এমনই এক ছবি ৷ এক মহিলার চোখ থেকে কম পক্ষে ২৩ টা কনট্যাক্ট লেন্স বের করেছেন এক ডাক্তার ৷ এই আশ্চর্যের ভিডিও দেখে তাজ্জব হয়েছে নেট দুনিয়া ৷
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে মহিলার চোখের পাতার ভিতরে লুকিয়ে আছে একাধিক কনট্যাক্ট লেন্স ৷ বিশেষজ্ঞটি মহিলার চোখ থেকে বের করছেন একের পর এক কনট্যাক্ট লেন্স ৷ এই তাজ্জবজনক  ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার এক মেডিক্যাল ক্লিনিকে ৷
advertisement
ভিডিওটি শেয়ার করেছেন এক চক্ষু বিশেষজ্ঞ ৷ তিনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, " আমার ক্লিনিকে একজনের চোখ থেকে একসঙ্গে ২৩টা      কনট্যাক্ট লেন্স বের করলাম ৷ দয়া করে রোজ নিজের কনট্যাক্ট লেন্স খুলতে ভুলবেন না ৷" মহিলার এই ভয়ঙ্কর পরিণতি দেখে অবাক হয়েছেন অনেকেই ৷ ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চোখে একসঙ্গে ২৩টা কনট্যাক্ট লেন্স! ভয়ঙ্কর ভিডিও দেখে তোলপাড় নেট দুনিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement