মুখে ব্রণ-র সমস্যায় জেরবার? কফিতেই হতে পারে মুশকিল আসান

Last Updated:

Ideas for Utilizing Coffee To Give Your Face a Gorgeous Shine : কিন্তু ভাল স্ক্রাবার ছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে কফি ৷

#কলকাতা : কফি শুনলেই মনে পড়ে  ১ কাপ গরম পানীয় ৷ দিনে দুপুরে ক্লান্তি মেটাতে কফির জুড়ি মেলা ভার ৷ কিন্তু জানেন কী ? আপনার ত্বকের বহু সমস্যার সমাধান করতে পারে  এই ১ কাপ কফি ৷
কফিকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করার কথা প্রায়ই শোনা যায় ৷ ভাল স্ক্রাবার হিসেবে কফি খুবই পরিচিত ৷ কিন্তু ভাল স্ক্রাবার ছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে কফি ৷
advertisement
বিশেষজ্ঞরা বলছেন ত্বক ভাল রাখতে রোজ কফির ব্যবহার করতে হবে ৷ কফির কিছু বিশেষ মিশ্রণ ত্বকে ব্যবহার করলে একাধিক সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে ৷ আসুন জেনে নেওয়া যাক , কফি থেকে কী কী সমস্যার সমাধান পাওয়া যায় -
advertisement
চোখের কালি - চোখের কালি দূর করতে ১ চামচ মধুতে কফি পাউডার মিশিয়ে প্যাক তৈরি করে চোখের তলায় মাখতে  হবে ৷ ১০ -১৫ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে নিলেই দেখতে পারবেন পরিবর্তন ৷ চোখের কালিতে ম্যাজিকের মত কাজ করবে এই প্যাক ৷
advertisement
ব্রণ- কফিতে থাকা অ্যান্টিবায়োটিক ব্রণ নিরাময় করতে পারে ৷ ৩ চামচ কফির সঙ্গে ১ চামচ মধু , ১ চামচ ব্যাসন ও সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে ম্যাসাজ করতে হবে ৷ সপ্তাহে তিন দিন এই বিশেষ মিশ্রণ দিয়ে ম্যাসাজ করলেই ব্রণ নিরাময় হতে পারে ৷
মুখের দাগ - ২ চামচ কফির সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করতে হবে ৷ এই প্যাক সপ্তাহে তিন বার লাগালেই মুখের কালো দাগ কমবে সহজেই ৷
advertisement
শুষ্ক ত্বক -  শুষ্ক ত্বকের থেকে রেহাই পেতে কফি ব্যবহার করতেই পারেন ৷ হাফ চামচ কফিতে সামান্য অলিভ অয়েল নিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিতে হবে ৷ শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে ম্যাজিকের মত কাজ করবে এই বিশেষ প্যাক ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মুখে ব্রণ-র সমস্যায় জেরবার? কফিতেই হতে পারে মুশকিল আসান
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement