সহজেই পাকা চুল থেকে মুক্তি পেতে চান ? হেয়ার কালার ছাড়াই চুল কালো হবে, রইল টিপস

Last Updated:

Home remedies for white hair : কোনও রকম কেমিক্যাল পদার্থের প্রয়োগ না করেই প্রাকৃতিক উপায়তেই চুল কালো রাখতে পারবেন ৷

#কলকাতা : পাকা  চুলের সমস্যায় অনেকেই ভুগছেন ৷ হাজার চেষ্টা করেও পাকা চুল থেকে রেহাই মিলছে না ৷ চুল  সাদা হয়ে গেলে  হেয়ার কালার অনেকেই  ব্যবহার করে থাকে ৷ কিন্তু  চুলের অত্যন্ত ক্ষতি  করতে পারে হেয়ার কালার ৷ শুধু তাই নয়, বিভিন্ন ত্বকের সমস্যার সৃষ্টিও করতে পারে বিভিন্ন হেয়ার কালার ৷
কোনও রকম কেমিক্যাল পদার্থের প্রয়োগ না করেই প্রাকৃতিক উপায়তেই চুল কালো রাখতে পারবেন ৷ এমন কিছু  কিছু ঘরোয়া উপাদান আছে, যা ব্যবহার করলেই চুল কালো থাকবে ম্যাজিকের মতো ৷  এই প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করলে চুল কালো তো হবেই তার সঙ্গে চুলের বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে ৷ চুল আরও ঘন  ও কালো করবে এইসব উপাদান ৷ আসুন জেনে রাখি চুল কালো রাখার কিছু প্রাকৃতিক উপাদানের নাম -
advertisement
advertisement
আমলকী - আমলকী চুলের জন্য অত্যন্ত উপকারী ৷ চুল ঘন করতে আমলকীর উপকারীতা অপরিসীম ৷ কিন্তু আমলকী মাখলে পাকা চুল থেকেও রেহাই পাওয়া যেতে পারে ৷ পাকা চুল ঠেকাতে আমলকীর এক বিশেষ মিশ্রণ তৈরি করতে হবে ৷ প্রথমে বেশ কয়েকটা আমলকী নিয়ে গরম জলে ফোটাতে হবে ৷ তারপর আমলকীগুলো সামান্য নরম হয়ে গেলে ভালো করে পেস্ট করে নিতে হবে ৷ এবার এই পেস্ট করা আমলকী সপ্তাহে ৩ বার চুলে মাখতে হবে ৷ চুল কালো করতে ম্যাজিকের মত কাজ করবে এই টোটকা ৷
advertisement
কারি পাতা - কারি পাতা সাধারণত রান্নাতে বেশি ব্যবহার করা হয় ৷ কিন্তু জানেন কী ? চুল কালো করতে পারে এই কারি পাতা ৷ সপ্তাহে ২ দিন কারি পাতা ব্যবহার করেই পাকা চুল কালো করা যাবে ৷ চুলে কারি পাতা ব্যবহার করতে গেলে প্রথমে, দেড় কাপ নারকেল তেলে ২০ -২৫টা কারিপাতা ফোটাতে হবে,  যতক্ষণ না তেলের রঙ কালো হচ্ছে ৷ এবার ওই ফোটানো নারকেল তেল চুলে লাগালেই পাকা চুল থেকে রেহাই পাওয়া যাবে  অনায়াসেই ৷
advertisement
কফি- ২ কাপ জলে ৩ থেকে ৪ কাপ কফি মিশিয়ে ফোটাতে হবে ৷ এবার এই মিশ্রণটি ৩০ মিনিট চুলে মেখে রাখলে সাদা চুল কালো হতে শুরু করবে ৷পাকা চুল কালো রাখতে এই মিশ্রণ সপ্তাহে অন্তত ১ দিন করে মাখতেই হবে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সহজেই পাকা চুল থেকে মুক্তি পেতে চান ? হেয়ার কালার ছাড়াই চুল কালো হবে, রইল টিপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement